খুলনা | রবিবার | ০১ ডিসেম্বর ২০২৪ | ১৭ অগ্রাহায়ণ ১৪৩১

রূপসায় ৮ দলীয় ফুটবলের ফাইনাল খেলা

রূপসা প্রতিনিধি |
০১:২৫ এ.এম | ২১ সেপ্টেম্বর ২০২৪


রূপসায় শহিদ মুনসুর স্মৃতি সংসদ আয়োজিত সালমান স্মৃতি কিশোর (অনূর্ধ্ব-১৫) এর ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুক্রবার বিকেলে কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় অংশগ্রহণ করে শিয়ালি সিএস মিলন একাদশ এবং শহিদ মুনসুর স্মৃতি সংসদ। খেলায় শহিদ মুনসুর স্মৃতি সংসদ ৩-১ গোলে শিয়ালি সিএস একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলায় ম্যান অব দা টুর্নামেন্ট হওয়ার গৌরব অর্জন করেন বিজয়ী দলের আপন এবং  ম্যান অব দা ম্যাচ হওয়ার গৌরব অর্জন করেন বিজয়ি দলের জিহাদ। রেফারী হিসাবে খেলা পরিচালনা করেন সুমন রাজু, আলী আকবর, বাশির আহমেদ লালু।
পুরস্কার বিতরণী সভায় স্বাগত বক্তৃতা করেন ক্রীড়া সংগঠক অধ্যাপক খান আহমেদুল কবীর চাইনিজ। প্রধান অতিথির বক্তৃতা করেন অনুসন্ধানী ক্রীডস লিমিটেড-এর ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার মোঃ শাহাদাৎ হোসেন লিটন। টুর্নামেন্ট কমিটির আহবায়ক বাশির আহম্মেদ লালুর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন ক্রীড়া সংগঠক শেখ মাফতুন আহমেদ রাজা, মঈনুল ইসলাম টুটুল, মোঃ সাইফুল ইসলাম, বিএনপি নেতা জিএম কামরুজ্জামান টুকু, সৈয়দ মাহামুদ আলী, ক্রীড়া সংগঠক মোঃ মোস্তাকুজ্জামান, আলম শেখ, বিএনপি নেতা আঃ মালেক শেখ, সাবেক ছাত্র নেতা এড. তাফছিরুজ্জামান ও আলিম খান। সভা পরিচালনা করেন সাবেক ছাত্রনেতা মুন্না সরদার। এ সময় উপস্থিত ছিলেন শামীম হাসান,মনির হোসেন, সাধন দে, শেখ বিল­াল হোসেন, ওহিদুজ্জামান চঞ্চল, কানাই লাল ধর, জামাল শেখ, মোঃ আবু মুসা, তুহিন সালমান, হিরক গোলদার, হাসান ফারাজী, জহির খান, হানিফ বিশ্বাস, তাহসিন শেখ প্রমুখ।

্রিন্ট

আরও সংবদ