খুলনা | রবিবার | ০১ ডিসেম্বর ২০২৪ | ১৭ অগ্রাহায়ণ ১৪৩১

মুখোমুখি হচ্ছে গণিত ও বাংলা ডিসিপ্লিন

খুবি’তে শহিদ মীর মুগ্ধ আন্তঃডিসিপ্লিন ফুটবল প্রতিযোগিতার ফাইনাল আজ

খবর বিজ্ঞপ্তি |
১২:২৮ এ.এম | ০৪ অক্টোবর ২০২৪


খুলনা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা চর্চা বিভাগের আয়োজনে শহিদ মীর মুগ্ধ আন্তঃডিসিপ্লিন ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলায় আজ শুক্রবার মুখোমুখি হচ্ছে গণিত এবং বাংলা ডিসিপ্লিন। এদিন বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন জয়বাংলা ভবনের সামনের মাঠে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।  
ফাইনাল খেলা শেষে খেলোয়াড়দের মাঝে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করবেন বিশ্ববিদ্যালয়ের জরুরি প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনার দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ অধ্যাপক ড. মোঃ রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান। সভাপতিত্ব করবেন ফুটবল প্রতিযোগিতা পরিচালনা কমিটির আহবায়ক প্রফেসর ড. সমীর কুমার সাধু। 
উক্ত ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপভোগ এবং সংশ্লিষ্ট গণমাধ্যমে খেলার সংবাদ প্রচার ও প্রকাশের জন্য খুলনার কর্মরত সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হয়েছে।

্রিন্ট

আরও সংবদ