খুলনা | মঙ্গলবার | ১৫ জুলাই ২০২৫ | ৩০ আষাঢ় ১৪৩২

আন্দোলনে আহত চক্ষু রোগীদের বিশেষায়িত চিকিৎসা সেবার ব্যবস্থা

খবর প্রতিবেদন |
০১:১৮ এ.এম | ০৫ অক্টোবর ২০২৪


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সরকার পতনের এক দফার আন্দোলনে আহত চক্ষু রোগীদের বিশেষায়িত চিকিৎসা সেবার ব্যবস্থা করা হয়েছে। আগামী ৫ থেকে ৭ অক্টোবর পর্যন্ত রাজধানীর জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে দেশি-বিদেশি চিকিৎসরা পরামর্শ ও চিকিৎসাসেবা দেবেন। শুক্রবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলনে আহত চক্ষু রোগীদের আগামী ৫ থেকে ৭ অক্টোবর পর্যন্ত জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে দেশি-বিদেশি চক্ষু বিশেষজ্ঞগণের পরামর্শ ও চিকিৎসাসেবা গ্রহণের ব্যবস্থা করা হয়েছে।
আন্দোলনে আহত যেসকল চক্ষু রোগীদের বিশেষায়িত চিকিৎসাসেবা প্রয়োজন তাদেরকে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে মোবাইল নম্বর: ০১৭১৭৫৪৫৮৩৯, ০১৯৯৮৫৪৬৮৮৮ ও ০১৭১৭৪৮৭৮০৭-এ যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।
উলে­¬খ্য, আন্দোলনে দেশজুড়ে পুলিশের ছোড়া রাবার বুলেট ও ছররা গুলিসহ বিভিন্ন কারণে চোখে আঘাত পেয়েছেন অসংখ্য মানুষ। শুধু রাজধানীর দু’টি হাসপাতালেই চিকিৎসা নিয়েছেন হাজারের বেশি মানুষ। হাসপাতাল সূত্র জানায়, চিকিৎসা নেওয়া এসব মানুষের মধ্যে ৩৯০ জন এক চোখের দৃষ্টি হারিয়েছে। উভয় চোখের দৃষ্টি হারিয়েছে ২১ জন। গুরুতর দৃষ্টিস্বল্পতা দেখা দিয়েছে আরও প্রায় ২০০ রোগীর।
 

্রিন্ট

আরও সংবদ