খুলনা | রবিবার | ০১ ডিসেম্বর ২০২৪ | ১৭ অগ্রাহায়ণ ১৪৩১

চিকিৎসাশাস্ত্রে নোবেল পেলেন যুক্তরাষ্ট্রের দুই বিজ্ঞানী ভিক্টর ও গ্যারি

খবর প্রতিবেদন |
১২:৫১ এ.এম | ০৮ অক্টোবর ২০২৪


এ বছর চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরস্কার জিতেছেন দুই মার্কিন বিজ্ঞানী ভিক্টর অ্যামব্রোস এবং গ্যারি রুভকুন। মাইক্রো আরএনএ এবং পোস্ট-ট্রান্সক্রিপশনাল জিন নিয়ন্ত্রণে এর ভূমিকা আবিষ্কারের জন্য সম্মানজন এই পুরস্কারে ভূষিত হলেন তারা।
বাংলাদেশ সময় সোমবার বিকেল ৩টা ৩০ মিনিটে সুইডেনের স্টকহোম থেকে এ বছরের চিকিৎসাশাস্ত্রে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করে দ্য রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস।
ঘোষণার আগে নোবেল পুরস্কারের জন্য মনোনীত ব্যক্তি-প্রতিষ্ঠান বা সংক্ষিপ্ত তালিকা সম্পর্কে কিছু জানানো হয়নি। বরাবরের মতোই পুরো প্রক্রিয়া অত্যন্ত গোপনীয়তার সঙ্গে সম্পন্ন করেছে নোবেল কমিটি। আগামী ১৪ অক্টোবর পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিতে নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা হবে। পুরস্কার ঘোষণার সবকিছু নোবেল প্রাইজ নামের একটি ওয়েবসাইট থেকে সরাসরি প্রকাশ করা হবে।
প্রতি বছর অক্টোবরের প্রথম সোমবার শুরু হয় নোবেল বিজয়ীদের নাম ঘোষণা। নোবেল প্রাইজ ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, আগামী ৮ অক্টোবর পদার্থবিদ্যা, ৯ অক্টোবর রসায়ন, ১০ অক্টোবর সাহিত্য, ১১ অক্টোবর সবচেয়ে আকর্ষণীয় পুরস্কার শান্তিতে নোবেল জয়ীর নাম ঘোষণা করা হবে। এছাড়া ১৪ অক্টোবর অর্থনীতিতে বিজয়ীর নাম ঘোষণার মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে শেষ হবে নোবেল পুরস্কার ঘোষণা।
ডিনামাইট আবিষ্কারক সুইডেনের বিজ্ঞানী আলফ্রেড নোবেলের ১৮৯৫ সালে করে যাওয়া একটি উইল অনুযায়ী নোবেল পুরস্কার প্রচলন করা হয়। প্রথম পুরস্কার দেওয়া শুরু হয় ১৯০১ সালে। সে সময় সারা পৃথিবীর বিভিন্ন ব্যক্তি-প্রতিষ্ঠানকে সফল, অনন্য সাধারণ গবেষণা, উদ্ভাবন ও মানবকল্যাণমূলক কার্যক্রমের জন্য পাঁচটি বিষয়ে পুরস্কার প্রদান করা হয়। বিষয়গুলো হলো পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসাশাস্ত্র, সাহিত্য ও শান্তি। যদিও অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয় ১৯৬৯ সাল থেকে।
২০২১ সালে তাপমাত্রা ও স্পর্শের রিসেপ্টর আবিষ্কারের জন্য চিকিৎসা বিজ্ঞানে যৌথভাবে নোবেল পুরস্কার পান মার্কিন বিজ্ঞানী ডেভিড জুলিয়াস ও আর্ডেম প্যাটাপৌসিয়ান।
২০২৩ বছর চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরস্কার পান হাঙ্গেরিয়ান বিজ্ঞানী কাতালিন ক্যারিকো ও তার মার্কিন সহকর্মী চিকিৎসক ড্র ওয়াইজম্যান। করোনাভাইরাসের টিকার প্রযুক্তি আবিষ্কার করায় এই দুই বিজ্ঞানীকে চিকিৎসায় নোবেল পুরস্কার দেওয়া হয়।
২০২৩ সাল পর্যন্ত ১৩ জন নারী নোবেল পুরস্কার পেয়েছেন। ১৩তম নারী হিসেবে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেয়েছেন কাতালিন ক্যারিকো।
উলে­খ্য, ১৯০৫ সালে নোবেল পুরস্কার প্রদান শুরু হওয়ার পর থেকে ২০২৩ মাল পর্যন্ত চিকিৎসাশাস্ত্রে ১১৪ বার নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। পেয়েছেন ২২৭ জন বিজ্ঞানী ও চিকিৎসক।
ইনসুলিন আবিষ্কারের জন্য মাত্র ৩১ বছর বয়সে চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরস্কার পেয়েছিলেন ফ্রেডরিখ জি ব্যান্টিং। ১৯২৩ সালে জন ম্যাক্লিওডের সাথে যৌথভাবে নোবেল পুরস্কার পান তিনি। এখনও তার জন্মদিন ১৪ নভেম্বর সারা বিশ্বে একযোগে পালিত হয় বিশ্ব ডায়াবেটিস দিবস হিসেবে।
সবচেয়ে বয়স্ক বিজ্ঞানী হিসেবে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন ৮৭ বছর বয়সী পেটন রাউস। ১৯৬৬ সালে তাঁকে টিউমারের জন্য দায়ী ভাইরাস আবিষ্কারের জন্য নোবেল পুরস্কার দেওয়া হয়।
পিতা-পুত্র হিসেবে নোবেল পুরস্কার পেয়েছেন সুনে বেরস্ট্রোম ও সোয়ান্তে প্যাবো। সুইডেনের জিনবিজ্ঞানী সোয়ান্তে প্যাবোবিলুপ্ত হোমিনদের জিনোম এবং মানবজাতির বিবর্তন বিষয়ে গবেষণার জন্য ২০২২ সালে এই নোবেল পুরস্কার পান। তার তার বাবা সুনে বেরস্ট্রোম ১৯৮২ সালে প্রোস্টাগ¬ান্ডিন ও এ জাতীয় জৈবিক ক্রিয়াশীল উপাদান সম্পর্কিত গবেষণার জন্য আর দুই বিজ্ঞানী  জন রবার্ট ভেন ও বেনগট স্যামুয়েলসনের সঙ্গে যৌথভাবে নোবেল পুরস্কার পান।
মঙ্গলবার পদার্থবিদ্যা, বুধবার রসায়ন এবং বৃহস্পতিবার সাহিত্যে নোবেল ঘোষণা অব্যাহত রয়েছে। শুক্রবার নোবেল শান্তি পুরস্কার ঘোষণা করা হবে এবং অর্থনীতিতে নোবেল পুরস্কার ঘোষণা করা হবে ১৪ অক্টোবর।

্রিন্ট

আরও সংবদ