খুলনা | শনিবার | ২১ ডিসেম্বর ২০২৪ | ৭ পৌষ ১৪৩১

নতুন সিনেমা নিয়ে আসছেন নিশো

খবর বিনোদন |
০২:২৬ পি.এম | ০৯ অক্টোবর ২০২৪


রায়হান রাফী পরিচালিত 'সুড়ঙ্গ' সিনেমা দিয়ে গত বছরের জুন মাসে বড় পর্দায় অভিষেক হয় অভিনেতা আফরান নিশোর। সিনেমাটি পাল্লা দিয়েছিল শাকিব খানের 'প্রিয়তমা'র সঙ্গে। প্রচারকালেই তুমুল প্রতিযোগিতার আভাস দেয় সুড়ঙ্গ। শেষ পর্যন্ত প্রিয়তমার সঙ্গে পেরে না উঠলেও দারুণ দর্শকপ্রিয়তা পেয়েছিল সিনেমাটি। প্রশংসিত হয়েছিলেন নিশো। স্বাভাবিকভাবেই ভক্তরা আশা করেছিলেন, এবার নিয়মিত সিনেমায় পাওয়া যাবে এ অভিনেতাকে। 

নিশো সিনেমায় নিয়মিত হওয়ার ঘোষণা দিয়েছেন, তবে নিজের স্টাইলে। একটি সিনেমার জন্য সময় নিয়ে, প্রস্তুতি সেরে তবেই শুটিংয়ে নামতে চান। এত দিনে ভক্তদের জন্য এলো সেই সুখবর, এ বছরের নভেম্বর বা ডিসেম্বরে নতুন সিনেমার শুটিং শুরু করবেন তিনি। সিনেমাটি মুক্তির আলো দেখবে আগামী কোরবানির ঈদে।

গত বছর কোরবানির ঈদে মুক্তি পেয়েছিল সুড়ঙ্গ। এ বছরের মে মাসে ভারতের এসভিএফ-আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড সঙ্গে যৌথ আয়োজনে একটি প্রযোজনা প্রতিষ্ঠানের ঘোষণা আসে। সেই প্রতিষ্ঠানে দুটি সিনেমার জন্য চুক্তিবদ্ধ হন আফরান নিশো। নিশোর নতুন সিনেমাটি সেই দুই সিনেমার একটি পরিচালনা করবেন শিহাব শাহীন। তবে সিনেমার নাম এখনও জানা যায়নি। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সপ্তাহখানেক পরেই আনুষ্ঠানিকভাবে জানানো হবে সিনেমা, অভিনয়শিল্পী ও অন্যান্য কলাকুশলীর নাম।

এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল ও নির্মাতা শিহাব শাহীনের সঙ্গে যোগাযোগ করা হলে তারা এ বিষয়ে এখনই বিস্তারিত বলতে চাননি।

অভিনেতা আফরান নিশোর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এখনই আমি কিছু বলতে চাইছি না। সপ্তাহখানেকের মধ্যে টিম থেকে ঘোষণা দেওয়া হবে। তখনই জানানো হবে সব। শুটিং শুরু হবে নভেম্বর বা ডিসেম্বরে।

নিজের প্রথম সিনেমা 'ছুঁয়ে দিলে মন' দিয়ে সিনেমা পরিচালক হিসেবে প্রশংসা কুড়িয়েছেন শিহাব শাহীন। এবার তিনি হাত দিয়েছেন দ্বিতীয় সিনেমায়। নিশোরও দ্বিতীয় সিনেমা। দুজনেই নিজেদের প্রথম সাফল্যকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, এটা নিশ্চিত। ২০০১ সাল থেকে টিভি পর্দায় কাজ করা শিহাব শাহীনের বহু নির্মাণ ছোট পর্দার পাশাপাশি ওটিটিতেও প্রশংসিত হয়েছে।  

জানা গেছে, কয়েক মাস ধরে নতুন সিনেমার শুটিং শুরু করার প্রস্তুতি নিচ্ছেন পরিচালক ও তার দল। যেকোনো সময় শুটিংয়ে যাওয়ার জন্য প্রস্তুত তারা। তবে সিনেমাটি নিয়ে তাঁদের কিছু পরিকল্পনা আছে জানিয়ে শিহাব শাহীন বলেন, আমাদের কিছু পরিকল্পনা আছে। কয়েক দিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে সেসব জানাব।

জানা গেছে, এ বছর সিনেমার শুটিং শুরু হবে। শুটিং শেষ করেই পোস্ট-প্রোডাকশনের কাজে নেমে পড়বেন নির্মাতা ও তার দল। কারণ, আগামী বছর কোরবানির ঈদে সিনেমাটি মুক্তি দিতে চান তারা। 

্রিন্ট

আরও সংবদ