খুলনা | মঙ্গলবার | ১২ নভেম্বর ২০২৪ | ২৭ কার্তিক ১৪৩১

কুষ্টিয়ায় বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি |
০৫:৫৭ পি.এম | ০৯ অক্টোবর ২০২৪


কুষ্টিয়ার দৌলতপুরে বজ্রপাতে ১ নারীসহ ৫ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার হোসেনাবাদ এলাকায় এই ঘটনা ঘটে। 
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, উপজেলার মথুরাপুর ইউনিয়নের হোসেনাবাদ এলাকার গৈরীপাড়া মাঠে কাজ করছিল বেশ কয়েকজন কৃষক। হঠাৎ বৃষ্টি শুরু হলে মাঠের পাশের একটি মাচাই আশ্রয় নিলে তীব্র বজ্রপাতে কৃষক নিজাম (৪৮), তরিকুল (২৫) আওলাদ (৬০) ঘটনাস্থলেই নিহত হন। এসময় আরও ৬ জন আহত হন। পরে সন্ধ্যায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুমন নামের আরও একজনের মৃত্যু হয়েছে। এদের সবার বাড়ি হোসেনাবাদ এলাকায়। 
অন্যদিকে, উপজেলার ফারাকপুরে পুকুরে গোসল করা অবস্থায় জহুরা খাতুন (৪০) নামে এক নারী বজ্রপাতে নিহত হয়েছেন।
দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তৌহিদুল হাসান তুহিন বলেন, তিনজন পুরুষ ও এক নারীকে মৃত অবস্থা হাসপাতালে আনা হয়েছে। আহত কয়েকজন চিকিৎসা নিচ্ছেন।

্রিন্ট

আরও সংবদ