খুলনা | শনিবার | ২১ ডিসেম্বর ২০২৪ | ৭ পৌষ ১৪৩১

ফুলতলার সৌরভ হত্যা মামলা আসামি সবুজকে রিমান্ড শেষে জেলহাজতে প্রেরণ

ফুলতলা প্রতিনিধি |
১২:৩২ এ.এম | ১০ অক্টোবর ২০২৪


ফুলতলায় স্বর্ণ ব্যবসায়ী সৌরভ সরকার হত্যা মামলায় গ্রেফতার সাইফুল ইসলাম ওরফে সবুজকে ৩ দিনের রিমান্ড শেষে মঙ্গলবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এর আগে সবুজকে গ্রেফতার করে ৫ দিনের রিমান্ড আবেদন করলে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে। 
মামলার তদন্তকারী কর্মকর্তা মুক্ত রায় চৌধুরী জানান, গ্রেফতারকৃত সবুজকে ৫ অক্টোবর জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সবুজ হত্যাকান্ডের ব্যাপারে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। তার  ব্যবহৃত মোবাইল ফোনে সৌরভকে হত্যার পূর্বে বিভিন্ন সময়ে কথোপকথনের প্রমাণ পাওয়া গেছে। যে কারণে তার মোবাইল ফোনটি জব্দ করা হয়েছে। এছাড়া সবুজ জিজ্ঞাসাবাদে আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে যা মামলার তদন্তের স্বার্থে বলা সম্ভব হচ্ছে না। 
উলে­খ্য গত ২৮ সেপ্টেম্বর বেজেরডাঙ্গার স্বর্ণ ব্যবসায়ী সৌরভ কুমার সরকারকে নিখোঁজের ৪ দিন পর বেনেপুকুর এলাকার একটি ঘেরের পার থেকে তার অর্ধগলিত লাশ উদ্বার করে পুলিশ। এ ঘটনায় সৌরভের পিতা ধীমান সরকার ফুলতলা থানায় অজ্ঞাতদের আসামি করে হত্যা মামলা দায়ের করেন। 

্রিন্ট

আরও সংবদ