খুলনা | শনিবার | ২১ ডিসেম্বর ২০২৪ | ৭ পৌষ ১৪৩১

জনপ্রশাসন সচিব মোখলেস উর রহমানের দায়িত্ব বাড়ালো সরকার

খবর প্রতিবেদন |
০১:৩৩ এ.এম | ১০ অক্টোবর ২০২৪


জীবন বিমার পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমান। অতিরিক্ত দায়িত্ব হিসেবে তাকে এ পদ দেওয়া হয়েছে। বুধবার অর্থ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিমা করপোরেশন আইন অনুযায়ী জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ মোখলেস উর রহমানকে জীবন বিমা করপোরেশনের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে। তিনি চেয়ারম্যান পদে যোগদানের দিন থেকে পরবর্তী তিন বছর ওই পদে থাকবেন।  

্রিন্ট

আরও সংবদ