খুলনা | শনিবার | ২১ ডিসেম্বর ২০২৪ | ৭ পৌষ ১৪৩১

নগরীতে সাকিব হত্যা মামলার আসামি গ্রেফতার, লুণ্ঠিত ভ্যান উদ্ধার

খবর বিজ্ঞপ্তি |
০১:৪৪ এ.এম | ১০ অক্টোবর ২০২৪


খানজাহান আলী থানা এলাকায় ভ্যান চালক সাকিব সেখ (১৯) হত্যা মামলার আসামি মোঃ সুজন বিশ^াসকে (৩১) গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার কেএমপি প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফুলতলা থানা পুলিশের সহায়তায় ফুলতলা বাজারস্থ জামিরা রোডের মোড়ল মার্কেটের সামনে থেকে গত বুধবার মোঃ সুজন বিশ্বাসকে গ্রেফতার করে খানজাহান আলী থানা পুলিশ। সুজন খুলনার ডুমুরিয়া থানার থুকড়া গ্রামের মোঃ আব্দুল হাই বিশ্বাসের ছেলে। বর্তমানে সে যশোর অভয়নগর থানার ইদা বাসোলিয়ায় বসবাস করে।
গ্রেফতারকৃত সুজনের কাছ থেকে ভিকটিম সাকিব সেখের লুণ্ঠন হওয়া ভ্যানটি উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত সুজন স্বেচ্ছায় দোষ স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেন।
উলে­খ্য, গত ৫ অক্টোবর সন্ধ্যায় যাত্রীবেশে দুইজন লোক দিঘলিয়া থানার হাজিগ্রামের কামাল শেখের ছেলে সাকিব সেখের ভ্যান রিজার্ভ ভাড়া নেয়। তারা দিঘলিয়া থানা এলাকা হতে ফুলতলা যাওয়ার কথা বলে কৌশলে খানজাহান আলী থানার বাইপাস রোডে ফুলতলা হাউজিং এস্টেটের কাশবনের মধ্যে নিয়ে যায়। সেখানে পৌঁছে তারা সাকিবকে গলায় গামছা দিয়ে ফাঁস দিয়ে হত্যা করে কাশবনের পূর্বপাশের ড্রেনের মধ্যে ফেলে। পরে কলার পাতা দিয়ে ঢেকে দিয়ে ভিকটিমের ভ্যানটি নিয়ে পালিয়ে যায়। 

্রিন্ট

আরও সংবদ