খুলনা | মঙ্গলবার | ১২ নভেম্বর ২০২৪ | ২৭ কার্তিক ১৪৩১

সাংবাদিক আলমগীর হান্নানের পিতার ইন্তেকাল, শোক

খবর বিজ্ঞপ্তি |
০১:৪৮ এ.এম | ১০ অক্টোবর ২০২৪


খুলনা প্রেসক্লাবের স্থায়ী সদস্য, জাগো নিউজ-২৪ ডটকম’র খুলনা বিভাগীয় প্রধান ও দৈনিক আজকের তথ্য’র বার্তা সম্পাদক আলমগীর হান্নানের পিতা মোঃ আব্দুল মালেক (৭৮) গতকাল বুধবার রাত ৯টায় নগরীর টুটপাড়া ঘোষের ভিটায় নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্নালিল­াহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন...আমরা তো আল­াহর এবং আমরা আল­াহর কাছেই ফিরে যাবো)। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে ও এক মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 
বৃহস্পতিবার সকাল ১০টায় দক্ষিণ টুটপাড়া জামে মসজিদে মরহুমের নামাজে জানাজা শেষে টুটপাড়া কবরস্থানে দাফন করা হবে।  
এদিকে সাংবাদিক আলমগীর হান্নানের পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েয়েছেন খুলনা প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির আহবায়ক এনামুল হক ও সদস্য সচিব রফিউল ইসলাম টুটুলসহ নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ।  

্রিন্ট

আরও সংবদ