খুলনা | শনিবার | ২১ ডিসেম্বর ২০২৪ | ৭ পৌষ ১৪৩১

বাগেরহাটে সনাতন ধর্মালম্বীদের সাথে ড. শেখ ফরিদুলের শুভেচ্ছা বিনিময়

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট |
১২:২৭ এ.এম | ১২ অক্টোবর ২০২৪


শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বাগেরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন বাগেরহাট জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক ড. শেখ ফরিদুল ইসলাম। শুক্রবার দিনভর তিনি জেলার মোংলা পোর্ট পৌরসভাসহ উপজেলার সোনাইলতলা, সুন্দরবন, মিঠাখালী, চাঁদপাই ও চিলা ইউনিয়নের বিভিন্ন দুর্গামন্দিরে গিয়ে হিন্দু স¤প্রদায়ের নেতৃবৃন্দসহ পুণ্যার্থীদের শুভেচ্ছা বিনিময় করেন। এর আগে তিনি রামপাল উপজেলার মলি­কেরবেড়, বাঁশতলী, ভোজপাতিয়া, বাইনতলা, রামপাল সদর, উজলকুড়, গৌরম্ভা, রাজনগর ও হুড়কা ইউনিয়নের বিভিন্ন দুর্গামন্দির পরিদর্শন করেন।
বিএনপি নেতা ড. শেখ ফরিদ বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা পৌঁছে দিতে মন্দিরে মন্দিরে যাচ্ছি। সনাতন ধর্মাবলম্বীরাও আমাদের ভাই। তাদের সুখ-দুখে আমরা আগে যেমন পাশে দাঁড়িয়েছি, ভবিষ্যতেও তাদের পাশে থাকবো। দলমত ও ধর্ম যার যার, রাষ্ট্র সবার। সবাই এদেশে নিরাপদে বসবাসের অধিকার রয়েছে। হিন্দু স¤প্রদায়ের মানুষ আমাদের ভাই-বোন। তাদের নিরাপত্তা দিতে  বিএনপি বদ্ধপরিকর। সকলকে উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপনের আহŸান জানান জেলা বিএনপি’র এই নেতা।
 

্রিন্ট

আরও সংবদ