খুলনা | শনিবার | ২১ ডিসেম্বর ২০২৪ | ৭ পৌষ ১৪৩১

নগরীর বিভিন্ন পূজা মন্দির পরিদর্শনে এড. মনা

খবর বিজ্ঞপ্তি |
০১:৪০ এ.এম | ১২ অক্টোবর ২০২৪


মহানগর বিএনপি’র আহবায়ক এড. শফিকুল আলম মনা বলেন, দুর্গাপূজা শুধু হিন্দু স¤প্রদায়ের উৎসব নয়, এটি এখন পরিণত হয়েছে সর্বজনীন উৎসবে। অশুভ শক্তির বিনাশ এবং সত্য ও সুন্দরের আরাধনা শারদীয় দুর্গোৎসবের প্রধান বৈশিষ্ট্য। দেবীদুর্গার আবির্ভাব হয়েছে পৃথিবীতে অসুর শক্তিকে বধ করার জন্য। মানুষে মানুষে ভ্রাতৃত্ব এবং সৌহার্দ্য প্রতিষ্ঠার জন্য। হিংসা, প্রতিশোধ, প্রতিহিংসাকে দূর করে ভালোবাসার সমাজ নির্মাণ করতে। আজকে সেই সুযোগ আমাদের সামনে এসেছে। অতীতে যেমন আমরা আপনাদের সঙ্গে ছিলাম, আপনাদের প্রতিটি সমস্যায় পাশে এসে দাঁড়িয়েছি, ঠিক একইভাবে আগামীতেও আমরা আপনাদের সঙ্গে থাকবো। 
শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাজার কালীবাড়ি, হেলাতলা মন্দির পরিদর্শন ও পূজারীদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন, কে এম হুমায়ুন কবীর, মোল­া ফরিদ আহমেদ, সাজ্জাদ আহসান পারাগ, শেখ জামাল উদ্দিন, একরামুল কবীর মিল্টন, এড. তৌহিদুর রহমান তুষার, ইশতিয়াক আহমেদ ইসতিসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
 

্রিন্ট

আরও সংবদ