খুলনা | মঙ্গলবার | ০৫ নভেম্বর ২০২৪ | ২১ কার্তিক ১৪৩১

সভাপতি অচিন্ত্য, সম্পাদক সীমা

এফপিএবি খুলনা’র বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক |
১২:১৮ এ.এম | ১৩ অক্টোবর ২০২৪


বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি (এফপিএবি) খুলনা জেলা শাখার ৪৪তম বার্ষিক সাধারণ সভা ও ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার বিকেল ৩টায় মহানগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকাস্থ সমিতি মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন সমিতির আজীবন সদস্য আবু হারুনার রশীদ। 
প্রধান অতিথি ছিলেন সমিতির কেন্দ্রীয় নেতা এড. এম এম মুজিবুর রহমান। সমিতির সভাপতি এড. তসলিমা খাতুন ছন্দা’র সভাপতিত্বে ও খুলনা জেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা সীমা আক্তারের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন সমিতির আজীবন সদস্য এড. স ম বাবর আলী, এড. অচিন্ত্য কুমার দাস। বক্তৃতা করেন সমিতির আজীবন সদস্য এড. কুদরত-ই খুদা, মিজানুর রহমান, মোঃ আবেদ হোসেন, এড. এটিএম আঃ জলিল প্রমুখ। 
দ্বিতীয় অধিবেশনে নির্বাচনে সবগুলো পদে একাধিক প্রার্থী না থাকায় এড. অচিন্ত কুমার দাসকে সভাপতি, সীমা আক্তারকে সাধারণ সম্পাদক ও এড. কুদরত-ই খুদাকে কোষাধ্যক্ষ করে আগামী তিন বছরের জন্য ১৩ সদস্যের খুলনা জেলা কমিটি ঘোষণা করা হয়। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন সমিতির সাবেক সাধারণ সম্পাদক মিসেস শাহিনা বাবর, সহকারী নির্বাচন কমিশনার ছিলেন সরদার রফিকুল ইসলাম। সভায় বার্ষিক প্রতিবেদন পাঠ করেন মুশফিকুর রহমান মারুফ। সভায় শোকপ্রস্তাব পাঠ করা হয়। 
 

্রিন্ট

আরও সংবদ