খুলনা | শনিবার | ২১ ডিসেম্বর ২০২৪ | ৭ পৌষ ১৪৩১

ফুলতলায় পূজা মন্ডপ পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি ও এসপি

ফুলতলা প্রতিনিধি |
১২:১৯ এ.এম | ১৩ অক্টোবর ২০২৪


খুলনার অতিরিক্ত জিআইজি নিজামুল হক মোল­া শনিবার রাতে ফুলতলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন। এ সময় খুলনার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) তানভীর আহম্মেদ, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) মোঃ আসিফ ইকবাল, ওসি মোহাম্মদ হানিফ, প্রেসক্লাব সভাপতি তাপস কুমার বিশ্বাস, জামিরা রোড পূজা কমিটির সভাপতি রণজিৎ বোস, অনুপম মিত্র, এস রবীন বসুসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় খুলনার অতিরিক্ত জিআইজি নিজামুল হক মোল­া ফুলতলার সাহাপাড়া পূজা মন্ডপ, জামিরা রোড পূজা মন্ডপ, বাজার কেন্দ্রীয় পূজা মন্ডপের সভাপতি সম্পাদক ও পুরোহিতদের সাথে আইন-শৃঙ্খলা বিষয়ে খোঁজখবর নেন।     
এদিকে খুলনার পুলিশ সুপার এ টি এম মোশারফ হোসেন শুক্রবার রাতে ফুলতলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন। এ সময় খুলনার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) তানভীর আহম্মেদ, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) মোঃ আসিফ ইকবাল, উপজেলা নির্বাহী অফিসার তাসনীম জাহান, সহকারী কমিশনার (ভ‚মি) পাপিয়া সুলতানা, ওসি মোহাম্মদ হানিফসহ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মকর্তাবৃন্দ ফুলতলার দামোদর গাছতলা মন্দির, শাহাপাড়া পূজা মন্ডপ, জামিরা রোড পূজা মন্ডপ, বাজার কেন্দ্রীয় পূজা মন্ডপের সভাপতি সম্পাদক ও পুরোহিতদের সাথে মতবিনিময় করেন।    

্রিন্ট

আরও সংবদ