খুলনা | মঙ্গলবার | ০৫ নভেম্বর ২০২৪ | ২১ কার্তিক ১৪৩১

পূজামন্ডপ থেকে ফিরে অসুস্থ হন দুই কলেজ ছাত্রী পুলিশ বলছে ‘এ্যালকোহল পানে’ মৃত্যু

খবর প্রতিবেদন |
০১:১৯ এ.এম | ১৩ অক্টোবর ২০২৪


ফরিদপুরে ‘এ্যালকোহল পানে’ দুই কলেজ ছাত্রীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। শুক্রবার মধ্যরাতের পর ওই দুই তরুণীকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।
দুই তরুণী হলেন সরকারি রাজেন্দ্র কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী পূজা বিশ্বাস (২০)। তিনি মাগুরা জেলার শালিখা উপজেলার দেবিলা গ্রামের সাধন বিশ্বাসের মেয়ে। অপরজন হলেন একই কলেজের ডিগ্রি পড়–য়া রতœা সাহা (২৬)। তিনি ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ৪নং ওয়ার্ডের আমগ্রাম এলাকার রতন কুমার সাহার মেয়ে।
নিহতদের পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, সরকারি রাজেন্দ্র কলেজের ওই দুই শিক্ষার্থী শহরের আলিপুরের কানাই মাতবার মোড় এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকতেন। শুক্রবার সন্ধ্যায় পূজামন্ডপ থেকে ফিরে আসেন তারা। পরে দু’জনই অসুস্থ হয়ে পড়েন। 
দুই তরুণীর সঙ্গে একই বাসায় থাকা চাকুরিজীবী নারী বিথি সাহা জানান, রাতে তাদের অবস্থায় খারাপ হতে থাকে। ফলে মধ্যরাতে তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। 
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, তরুণীদের একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়, আরেকজন চিকিৎসাধীন অবস্থায় রাত চারটার দিকে মারা যান। 
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান বলেন, শনিবার সকালে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে জানানো হয় অ্যালকোহল পানে দুই নারীর মৃত্যু হয়েছে। মৃত পূজা ও রতœা শুক্রবার সন্ধ্যায় পূজা দেখতে বের হন। রাত ১০টার পরে তারা বাসায় এসে অসুস্থ হয়ে পড়েন। এ সময় বিথি নামের এক নারী তাদেরকে প্রথমে ফরিদপুর জেনারেল হাসপাতাল ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেন।
ওসি জানান, মরদেহ দু’টি ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। 

্রিন্ট

আরও সংবদ