খুলনা | শনিবার | ২১ ডিসেম্বর ২০২৪ | ৭ পৌষ ১৪৩১

নগরীতে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনকালে এড. মনা

আমাদের উচিত সৌহার্দ্র্য ও সম্প্রীতির বন্ধনে একসাথে মিলেমিশে থাকা

খবর বিজ্ঞপ্তি |
০১:২৯ এ.এম | ১৩ অক্টোবর ২০২৪


খুলনা মহানগর বিএনপি’র আহবায়ক এড. শফিকুল আলম মনা বলেছেন, দুর্গাপূজার অন্তর্নিহিত বাণীই হচ্ছে, হিংসা, লোভ ও ক্রোধরূপী অসুরকে বিনাশ করে সমাজে স্বর্গীয় শান্তি প্রতিষ্ঠা করা, যেখানে মানবিক সাম্য ও ন্যায়বিচার নিশ্চিত হবে। উৎপীড়ন ও প্রতিহিংসা চরিতার্থ করার মধ্যদিয়ে যারা সমাজকে, মানব সভ্যতাকে ধ্বংস করতে চায়, প্রতিষ্ঠিত করতে চায় কুশাসন-তাদের বিরুদ্ধে সংগ্রাম করে মানবকল্যাণ প্রতিষ্ঠাই এই উপাসনার অন্তর্নিহিত তাগিদ।
গতকাল শনিবার সন্ধ্যায় নগরীর শীতলাবাড়ী মন্দিরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মন্দির পরিদর্শন ও হিন্দু স¤প্রদায়ের সাথে শুভেচ্ছা বিনিময়কালে প্রধান অতিথির বক্তব্য একথা বলেন।
তিনি বলেন, এই দেশ এমন একটি দেশ, এখানে সাম্য, মৈত্রী, সৌহার্দ্র্য, বন্ধুত্ব এর সবকিছুই আছে। শুধু প্রয়োজন আমাদের তা লালন করা ও মেনে চলা। আমাদের সবার উচিত সৌহার্দ্র্য ও স¤প্রীতির বন্ধনে একসাথে মিলেমিশে থাকা। গত ১৭ বছরের মধ্যে বাংলাদেশে এ বছর বৃহৎ সা¤প্রদায়িক স¤প্রীতির মধ্যদিয়ে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন ধর্ম যার যার রাষ্ট্র সবার। মাফিয়া হাসিনাকে বিদায় করতে বিএনপি আন্দোলনে বীজ বপন করেছিলো গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে সে বীজের ফসল ঘরে তুলেছে দেশের মানুষ।
এসময়ে উপস্থিত ছিলেন সদর থানা বিএনপি’র আহবায়ক কেএম হুমায়ুন কবীর, একরামুল কবীর মিল্টন, মিজানুর রহমান মিল্টন, শীতলা বাড়ি সর্বজনীন কার্যকরী সংসদের সভাপতি সুজিত সাহা, সাধারণ সম্পাদক বিজয় কুমার ঘোষ, কমিটির সহ-সভাপতি অমর দাস, বিজয় ঘোষ, দিনেশ দাস, তপন ঘোষ, তাপস সাহ, অনুত দাস, সাগর মজুমদার, খায়রুজ্জামান সজিব, মাহবুব উল­াহ শামীম, মোঃ মেশকাত আলী, রকিবুল ইসলাম মতি, জামির হোসেন দীপু, মাসুদুর রহমান হারুন, মাসুদুর রহমান, শাহিন খান, ডাঃ লাভলু, আকিব আহসান, আরিফা আশরাফী চুমকি, সৈয়দ আশরাফুল হক পাপ্পা, মোঃ আজগর আলী, মোঃ বিল­াল হোসেন, মোঃ হাসান হাওলাদার, মোঃ সেলিম সেখ ও মোঃ সৈকত প্রমুখ।
 

্রিন্ট

আরও সংবদ