খুলনা | শনিবার | ২১ ডিসেম্বর ২০২৪ | ৭ পৌষ ১৪৩১

গোয়ালন্দে ছাত্রদলের কর্মীকে কুপিয়ে হত্যা

খবর প্রতিবেদন |
০১:৫৯ পি.এম | ১৩ অক্টোবর ২০২৪


রাজবাড়ী জেলার গোয়ালন্দে ফারুক সরদার (২৬) নামে ছাত্রদলের এক কর্মীকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।

শনিবার (১২ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের পোড়াভিটা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ফারুক গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের সোহরাব মন্ডল পাড়ার শহীদ সরদারের ছেলে। সে দৌলতদিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি প্রার্থী ছিলেন।

নিহতের ভাগ্নে সোহাগ রহমান জানান, বেশ কয়েক দিন আগে তিনি পোড়াভিটায় মাদক ও জুয়া খেলায় বাধা দেন। এ বিষয়টি নিয়ে মোহন মন্ডলের লোকজন তাকে হত্যার হুমকি দেয়। শনিবার রাতে ফারুককে একা পেয়ে তাকে কুপিয়ে গুরুতর আহত করে সন্ত্রাসীরা। স্থানীয়রা উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজিব জানান, ফারুক নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। হত্যার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে। নিহতের লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

্রিন্ট

আরও সংবদ