খুলনা | শনিবার | ২১ ডিসেম্বর ২০২৪ | ৭ পৌষ ১৪৩১

কচুয়ায় আগুন লেগে দু’টি দোকান ভষ্মিভূত

কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি |
১১:১৮ পি.এম | ১৩ অক্টোবর ২০২৪


বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের পাশে বকুলতলা বাজারে আগুন লেগে দু’টি দোকান ভষ্মিভূত হয়েছে। জানা গেছে, শনিবার রাতে উপজেলার বকুলতলা বাজারে দীলিপ দাস ও আনছার শেখের দোকানে আগুন লাগে। এসময় স্থানীয় লোকজন ও কচুয়া ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে সব পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৪ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। দীলিপ দাস দোকান ঘরের থাকা বিভিন্ন মালামালসহ প্রায় ৩ লক্ষ টাকার ক্ষতি হয়। পাশে আনছার শেখের একটি দোকান ঘরের মালামাল সহ ১লক্ষ টাকার ক্ষতি হয়। ইলেকট্রিক শর্ট সার্কিটের কারণে অগ্নিকান্ডের সৃষ্টি হয়েছে বলে স্থানীয়রা ধারণা করছে। কচুয়া উপজেলার সাংদীয়া গ্রামের চৈতন্য দাসের ছেলে দীলিপ দাস বলেন, সে প্রতিদিনের ন্যয় তার  বকুলতলা বাজারের দোকানটি বন্ধ করে বাড়িতে চলে আসে। এরপর রাতে সংবাদ পায় তার দোকানে আগুন লেগেছে। ছুটে এসে দেখে তার সবকিছু পুড়ে চাই হয়ে গেছে। 
 

্রিন্ট

আরও সংবদ