খুলনা | শনিবার | ২১ ডিসেম্বর ২০২৪ | ৭ পৌষ ১৪৩১

বাগেরহাটে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট |
১১:২০ পি.এম | ১৩ অক্টোবর ২০২৪


বাগেরহাটে ডেঙ্গু প্রতিরোধে বিএনপি’র পক্ষ থেকে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে রবিবার দুপুরে জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও বর্তমান সমন্বয়ক এম এ সালামের নেতৃত্বে শহরের রেল রোড থেকে লিফলেট বিতরণ শুরু করা হয়। পরে শহরের সাধনার মোড়, কাজী নজরুল ইসলাম সড়ক, শালতলা মোড়সহ শহরের গুরুত্বপূর্ণ এলাকায় এই লিফলেট বিতরণ করা হয়। নেতা-কর্মীরা ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষদের মাঝে লিফলেট প্রদান করেন এবং নিজ বাড়ি ও আশপাশ এলাকা পরিস্কার-পরিচ্ছন্ন রাখার অনুরোধ করেন। এসময় বিএনপি নেতা খাদেম নেয়ামুল নাছির আলাপ, শাহেদ আলী রবি, হাদিউজ্জামান হীরু, মাহবুবুর রহমান টুটুল, মেহেবুবুল হক কিশোর, সরদার লিয়াকত আলী, জাহিদুল ইসলাম শান্ত, আইয়ুব আলী মোল­া বাবুসহ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। 
বাগেরহাট জেলা বিএনপি’র সমন্বয়ক এম এ সালাম বলেন, বর্তমানে সচেতনতার অভাবে সারাদেশে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। স্থানীয়দের সচেতন করতে আমরা লিফলেট বিতরণ করেছি। সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান জেলা বিএনপি’র এই নেতা।
 

্রিন্ট

আরও সংবদ