খুলনা | বুধবার | ২৩ অক্টোবর ২০২৪ | ৭ কার্তিক ১৪৩১

প্রধান উপদেষ্টার চতুর্থ দফার সংলাপেও ডাক পেল না জাতীয় পার্টি

খবর প্রতিবেদন |
০১:০৩ এ.এম | ২০ অক্টোবর ২০২৪


অন্তর্র্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সংলাপ অনুষ্ঠানে জাতীয় পার্টিকে (জাপা) এবারো ডাকা হয়নি। তবে এবারের সংলাপে আমন্ত্রণ পাওয়ার অপেক্ষায় ছিলেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের ঘনিষ্ঠ এ দলটির নেতারা।
রাষ্ট্র সংস্কার ও নির্বাচন ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে চতুর্থ দফায় সংলাপে বসছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার দুপুর ২টা থেকে বেশ কয়েকটি দল ও জোটের সঙ্গে এ সংলাপ শুরু হচ্ছে।
এদিন গণফোরাম, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), লেবার পার্টি, ১২ দলীয় জোট, আন্দালিব রহমান পার্থের নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয় পার্টি, জাতীয়তাবাদী সমমনা জোট, গণতান্ত্রিক মুক্তি কাউন্সিলসহ বেশ কয়েকটি দল অংশ নিচ্ছে এবারের সংলাপে।
এর আগে গত ৫ অক্টোবর রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্র্বর্তীকালীন সরকারের তৃতীয় দফা সংলাপ হয়। ওই সংলাপেও ডাকা হয়নি জাতীয় পার্টিকে। এ নিয়ে গত ১৩ অক্টোবর জাপা চেয়ারম্যান জি এম কাদের বলেছিলেন, জাপাকে সংলাপে না ডাকা তার কাছে খুবই অদ্ভুত মনে হয়েছে।
সরকারের একাধিক সূত্রে জানতে পেরেছে, জুলাই-আগস্টের অভ্যুত্থানের ছাত্র নেতৃত্বের পক্ষ থেকে দলটির ব্যাপারে আপত্তির কারণে জাপাকে আজকের সংলাপে ডাকা হয়নি।
আওয়ামী লীগের সাড়ে ১৫ বছরের শাসনে মিত্র বা সহযোগী হিসেবে পরিচিতি পায় প্রয়াত এরশাদের দল জাতীয় পার্টি। দলটির নেতারা কখনো মন্ত্রিত্ব নিয়ে সরকারের অংশীদার হয়েছেন। কখনো সংসদে বিরোধী দলের আসনে বসে ‘গৃহপালিত’ উপাধিও পেয়েছিল।
জানা গেছে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্র সংস্কারের সংলাপ ছাড়াও আরও কয়েকটি বিষয়ে সরকারের আলাপ হবে। তার মধ্যে উলে­খযোগ্য হচ্ছে দ্রব্যমূল্য। বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নেওয়া হচ্ছে।
এদিকে সংলাপে অংশ না নেওয়া দলকে পরের দফায় আমন্ত্রণ জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্রে আভাস পেয়েছে ঢাকা টাইমস। তবে আগের তিন দফা সংলাপে আমন্ত্রণ না পাওয়া আওয়ামী লীগ ও তার জোটের দলগুলোকে আগামীতেও আমন্ত্রণ জানানো হবে না বলে ইঙ্গিত মিলেছে।

্রিন্ট

আরও সংবদ