খুলনা | বুধবার | ২৩ অক্টোবর ২০২৪ | ৭ কার্তিক ১৪৩১

তুরস্কে সামরিক অভ্যুত্থান চেষ্টার মূল পরিকল্পনাকারী ফেতুল্লাহ গুলেন মারা গেছেন

খবর প্রতিবেদন |
০২:৪৭ পি.এম | ২১ অক্টোবর ২০২৪


তুরস্কের মুসলিম ধর্মগুরু ফেতুল্লাহ গুলেন মারা গেছেন। দেশটিতে ২০১৬ সালের ১৫ জুলাই সামরিক অভ্যুত্থান চেষ্টার মূল পরিকল্পনাকারী ছিলেন তিনি।

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়াতে স্থানীয় সময় রোববার (২০ অক্টোবর) ৮৩ বছর বয়সি গুলেনের মৃত্যু হয়। খবর আলজাজিরার।

গুলেনের খুতবা প্রকাশকারী ওয়েবসাইট ‘হারকুল’ সোমবার তাদের এক্স অ্যাকাউন্টে বলেছে, গুলেন রোববার সন্ধ্যায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

গুলেন তুরস্ক এবং তার বাইরে একটি শক্তিশালী ইসলামী আন্দোলন হিজমেত তৈরি করেছিলেন। কিন্তু ২০১৬ সালে তুর্কি প্রেসিডেন্ট রিসেফ তাইয়েপ এরদোয়ানের বিরুদ্ধে ব্যর্থ সামরিক অভ্যুত্থান ঘটিয়ে ছিলেন। সামরিক অভ্যুত্থানের জন্য এরদোয়ান তাকে দায়ী করলেও তিনি এ অভিযোগ অস্বীকার করেন।

তিনি এরদোয়ানের এক সময়ের মিত্র ছিলেন কিন্তু হঠাৎ করেই তারা একে অন্যের থেকে আলাদা হয়ে যান। ২০১৬ সালে তুরস্কে সামরিক অভ্যুত্থানের চেষ্টায় প্রায় ২৫২ জন প্রাণ হারায় এবং আহত হয় ২ হাজার ৭০০ মানুষ।

গুলেন ১৯৯৯ সাল থেকে যুক্তরাষ্ট্রে নির্বাসনে বসবাস করছিলেন।

্রিন্ট

আরও সংবদ