খুলনা | বৃহস্পতিবার | ২১ নভেম্বর ২০২৪ | ৭ অগ্রাহায়ণ ১৪৩১

ঢাবি’র ভর্তি পরীক্ষার আবেদন শুরু ৪ নভেম্বর, পরীক্ষা ৩ জানুয়ারি

খবর প্রতিবেদন |
০১:৩৮ এ.এম | ২২ অক্টোবর ২০২৪


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আন্ডারগ্রাজ্যুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে আগামী ৪ নভেম্বর। আগামী ২০ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করার সুযোগ থাকবে। ভর্তি পরীক্ষার আবেদন ফি পূর্বের মতই ১ হাজার ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।
ভর্তি পরীক্ষা ৩ জানুয়ারি ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ)-এর পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে। ৪ জানুয়ারি চারুকলা ইউনিট, ২৫ জানুয়ারি কলা, আইন ও সামাজিকবিজ্ঞান ইউনিট, ১ ফেব্র“য়ারি বিজ্ঞান ইউনিট, ৮ ফেব্র“য়ারি ব্যবসা শিক্ষা ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এবার ভর্তি পরীক্ষায় কোনো কিছু পরিবর্তন আনা হয়নি। পূর্বের বছরের মতই নিয়ম-পদ্ধতি এবং সিলেবাস থাকবে।
সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় সাধারণ ভর্তি কমিটির এক সভায় এ সব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে উপাচার্য অধ্যাপক নিয়াজ উদ্দিন আহমেদ সভাপতিত্ব করেন। অনলাইন ভর্তি কমিটির আহŸায়ক অধ্যাপক মোস্তাফিজুর রহমান এ সব তথ্য নিশ্চিত করেন।
অধ্যাপক মোস্তাফিজুর রহমান আরও বলেন, আইবিএ বাদে অন্যান্য সব ইউনিটের ভর্তি পরীক্ষা সকাল ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত চলবে। আইবিএ ভর্তি পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলবে। এ ছাড়া পরীক্ষার বাকি সব কিছু পূর্বের নিয়মেই চলবে। পরীক্ষা বিভাগীয় শহরগুলোতে অনুষ্ঠিত হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সব তথ্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইটে পাওয়া যাবে। পরীক্ষার আবেদনও ভর্তি ওয়েবসাইটে করবেন শিক্ষার্থীরা।

্রিন্ট

আরও সংবদ