খুলনা | বুধবার | ২৩ অক্টোবর ২০২৪ | ৭ কার্তিক ১৪৩১

খালিশপুরে কলেজ ছাত্র হাসিবুর হত্যা মামলায় ২১ জনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক |
০৩:১০ পি.এম | ২২ অক্টোবর ২০২৪


নগরীর খালিশপুর হাজী মুহাম্মদ মহসিন কলেজের ছাত্রলীগ নেতা হাসিবুর রহমান হত্যা মামলায় ২১ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড, প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে খুলনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক আঃ ছালাম খান এ রায় ঘোষণা করেছেন।   
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন নগরীর খালিশপুর তৈয়েবা কলোনীর কবির হোসেনের ছেলে সৈকত (৩২), রুনু হাওলাদারের ছেলে মেহেদী হাসান রাব্বি (২২), মেগার মোড়ের আওয়ামী লীগ নেত্রী শারমীন রহমান শিখার ছেলে রওশন আনিজি অন্তু (৩৩), পাওয়ার হাউজ গেটের নুরু ওরফে কানা নুরুর ছেলে মোঃ সাজ্জাদ হোসেন (২২), শাহিন আলম সেন্টুর ছেলে ইমদাদুল ইসলাম হৃদয় (২২), মনির হাজী মসজিদের পাশের আমির খানের দু’ছেলে আরিফ ওরফে চোরা আরিফ (২৯) ও মোঃ মুন্না (২৩), ভাষানী স্কুলের সামনের আমিন উদ্দিনের ছেলে রফিকুল হাসান শাওন ওরফে আতাং বাবু (২৭), তৈয়েবা কলোনীর ফখরুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম (২৬), বঙ্গবাসী এলাকার সিদ্দিকের ছেলে মোস্তাক আহমেদ (২৭), পিপলস্ ৫ম তলার মাইকেল সরদারের ছেলে মিঠাই হৃদয় (২৬), বঙ্গবাসী এলাকার মোঃ শাকিলের ছেলে ফাইম ওরফে কালা ফাইম (২১), তৈয়েবা কলোনীর চুন্নুর ছেলে রুবেল (২৪), উত্তর কাশিপুরের কবির হোসেনের ছেলে মিজানুর রহমান (২৭), বাস্তহারা কলোনীর বাহারুল ইসলামের ছেলে সবুজ (২৫), তৈয়েবা কলোনীর কুদ্দুসুর রহমানের ছেলে আরাফাত হোসেন (৩০), টিএন্ডটি এলাকার সিরাজুল ইসলাম নান্নুর ছেলে আশিকুর রহমান তুষার মোল­া (২১), তৈয়েবা কলোনীর জাকির হোসেনের ছেলে রাব্বী ওরফে নাটা রাব্বী (২৫), তৈয়েবা কলোনীর  মোঃ বেল­াল হোসেনের ছেলে ইয়াসির রাব্বী জুয়েল ওরফে নাটা জুয়েল (২৫), পিপলস্ ৫ম তলা নতুন কলোনীর  মোঃ নাজমুল শেখের ছেলে সাকিব শেখ (২২) ও আব্দুর রহমানের ছেলে নাইমুর রহমান ফাইম (২০)। 
এছাড়া খালাসপ্রাপ্ত ৫ আসামি হলেন তৈয়েবা কলোনীর আব্দুল জব্বারের ছেলে রায়হান (২২), বঙ্গবাসী মোড়ের কালামের ছেলে সালমান (১৯), হাউজিং নতুন কলোনীর গোলাম মোস্তফার ছেলে তুষার (২৩), আব্দুল বারেক হাওলাদারের ছেলে রুনু হাওলাদার (৩৫) বঙ্গবাসী মোড়ের মনোয়ার হোসেনের ছেলে নাঈম বাবু ওরফে পয়েন্ট বাবু (২৫) ও পৌরসভার  মোড়ের মৃত আব্দুল কাদেরের ছেলে মুহিত মুনতাসির ইথুন (১৮)।
আদালতের বেঞ্চ সহকারী মোঃ রুবেল হোসেন নথীর বরাত দিয়ে জানান,  ২০২০ সালের ১৯ আগস্ট রাত ৯টার দিকে এলাকায় মাদক বিক্রির প্রতিবাদ করাকে কেন্দ্র করে খালিশপুর ওয়ান্ডারল্যান্ড শিশু পার্ক সংলগ্ন ক্রিয়েটিভ কার্টস এ্যান্ড কফি হাউজের মধ্যে একদল সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে খুন করে তৈয়্যেবা কলোনীর বাসিন্দা ও মিল শ্রমিক মোঃ হাবিবুর রহমানের ছেলে কলেজছাত্র হাসিবুর রহমান নিয়াজকে। এ সময় হাসিবুরের দুই বন্ধু যোবায়ের ও রানাকেও কুপিয়ে জখম করা হয়। হত্যাকান্ডের ভিডিও ফুটেজ ভাইরাল হয়। এ ঘটনায় নিহতের বাবা হাবিবুর রহমান ঘটনার পরের দিন বাদী হয়ে খালিশপুর থানায় ২০ জনের নাম উলে­খ ও অজ্ঞাত ৫/৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন যার নং-১৭। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মিজানুর রহমান ২৬ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। 
নিহত হাসিবুর রহমানের পিতা হাবিবুর রহমান বলেন, গত চার বছর ধরে বরিশাল থেকে খুলনায় মামলার তারিখের দিন আসতে হয়েছে। এর আগে আসামি অন্তু আর আরাফাত স্বেচ্ছাসেবক লীগের মহানগর কমিটিতে স্থান পাওয়ার পর তারা আরো বেপরোয়া হয়ে উঠে। তাদের ভয়ে বাড়ি ছাড়া হয়েছি। জীবনের নিরাপত্তার অভাবে আমি একাধিকবার বিভিন্ন থানায় জিডি করেছি। এই রায়ে আমরা সন্তুষ্ট না। ভেবেছিলাম কয়েকজন আসামির ফাঁসি হবে। আমরা হাইকোর্টে আবেদন করবো।
আদালতের সরকারি কৌঁসুলি রোমানা তানহা বলেন, খালিশপুরের চাঞ্চল্যকর হাসিবুর রহমান হত্যা মামলায় দীর্ঘ বিচার কাজ শেষে বিজ্ঞ আদালত রায় দিয়েছেন। রায়ে ৫ জন আসামি খালাস পেয়েছেন। বাকী আসামিদের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। আদালত অবশ্যই সম্পূর্ণ বিচার করেই রায় দিয়েছেন। কিন্তু আমরা এই রায়ে সন্তুষ্ট নয়। আমরা কাগজপত্র তুলবো। মামলার বাদীর সঙ্গে কথা বলে হাইকোর্টে আবেদন করবো। 
তিনি আরও বলেন, চলতি বছরের ৭ মার্চ থেকে নগরীর খালিশপুরে আলোচিত কলেজছাত্র হাসিবুর রহমান হত্যা মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার কার্যক্রম শুরু হয়। পরে নির্ধারিত সময়ে বিচার শেষ না হওয়ায় আদালত মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বদলি করেন। 
বাদীর আইনজীবী স্বপন কুমার দাস বলেন, এ মামলায় আসামি মোট ২৬ জন। এর মধ্যে ১৪ জন কারাগারে ছিল। বাকীরা পলাতক রয়েছে। এ মামলায় সাক্ষী হয়েছে ২৭ জনের। মামলাটি বাদীর জন্য ভাল মামলা। মামলায় তিনজন আসামির ১৬৪ ধারায় জবানবন্দি। এছাড়া লোমহর্ষক খুনের ভিডিও ছিল। 

্রিন্ট

আরও সংবদ