খুলনা | বুধবার | ২৩ অক্টোবর ২০২৪ | ৭ কার্তিক ১৪৩১

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নগরীতে জেলা নিসচার বর্ণাঢ্য র‌্যালি

খবর বিজ্ঞপ্তি |
০১:৫৩ এ.এম | ২৩ অক্টোবর ২০২৪


জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নগরীতে বর্ণাঢ্য র‌্যালী করে নিসচার জেলা শাখা। মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় নগরীর রয়্যাল মোড় থেকে র‌্যালিটি বের হয়। পরে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে র‌্যালিটি শেষ হয়। পরে নগরীর সাতরাস্তা, ময়লাপোতা ও শান্তিধাম মোড়ে প্রাইভেট কার, মোটরসাইকেল, বাস এবং বিভিন্ন পরিবাহন চালকদের মাঝে নিরাপদ সড়ক সম্বলিত লিফলেট বিতরণ করা হয়। 
এ সময় প্রধান অতিথি ছিলেন বিআরটিএ’র খুলনা বিভাগীয় পরিচালক (ইঞ্জি:) মোঃ জিয়াউর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপ-পরিচালক তানভীর আহমেদ, জেলা কমিটির সভাপতি মোঃ তরিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক শিরিনা পারভিনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। 
এ সময় বক্তারা বলেন আইন মেনে সড়কে চলাচল না করার কারণে অকালে মৃত্যুর কোলে ঢলে পড়ছে মানুষ। অনেকে পঙ্গুত্ববরণ করছে। এর থেকে পরিত্রাণ পেতে সড়কে আইন মেনে চলা খুবই জরুরি। এজন্য প্রয়োজন সামাজিক আন্দোলনের।
 

্রিন্ট

আরও সংবদ