খুলনা | বুধবার | ২৩ অক্টোবর ২০২৪ | ৭ কার্তিক ১৪৩১

কৃষি গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষা ২৫ অক্টোবর, খুবি কেন্দ্রে অংশ নেবে ৫ হাজার শিক্ষার্থী

খবর বিজ্ঞপ্তি |
০২:০২ এ.এম | ২৩ অক্টোবর ২০২৪


কৃষি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় সমূহের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ¯œাতক/¯œাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২৫ অক্টোবর (শুক্রবার) খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিতব্য এ পরীক্ষায় ৫ হাজার ১৪০ জন শিক্ষার্থীর আসনের ব্যবস্থা রয়েছে। এ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থাসহ সার্বিক বিষয় নিয়ে মঙ্গলবার বেলা ১১টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের শহিদ তাজউদ্দীন আহমদ ভবনের সম্মেলন কক্ষে প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।
তিনি বলেন, গল­ামারীতে নতুন সেতু নির্মাণ কাজ খুবই ধীরগতিতে হচ্ছে। এতে প্রতিনিয়ত তীব্র যানজটের মধ্যে পড়তে হচ্ছে। ফলে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের বিশ্ববিদ্যালয়ে আসতে বিলম্ব হচ্ছে। আগামী ২৫ অক্টোবর কৃষি গুচ্ছ পরীক্ষায় ৫ হাজারের বেশি পরীক্ষার্থী অংশ নেবে। সাথে তাদের অভিভাবকরাও থাকবে। তখন এই সড়কে অনেক চাপ পড়বে। এমতাবস্থায় পরীক্ষার্থীরা যাতে নির্বিঘেœ যথাসময়ে কেন্দ্রে উপস্থিত হতে পারে, এজন্য ট্রাফিক ব্যবস্থাপনা জোরদারসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহŸান জানান। একই সাথে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ জনগণের দুর্ভোগ লাঘবে দ্রুততার সাথে সেতু নির্মাণ কাজ সম্পন্নে সংশ্লিষ্টদের আহবান জানান।  
মতবিনিময় সভায় বক্তৃতা করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশিদ খান ও নবনিযুক্ত ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরন্নবী। সঞ্চালনা করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান। 
এ সময় আরও বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন খানজাহান আলী হলের প্রভোস্ট প্রফেসর মোঃ খসরুল আলম, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) শেখ শারাফাত আলী, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) এস এম মনিরুজ্জামান, শাখা প্রধান (প্রশাসন) উপ-রেজিস্ট্রার দীপক চন্দ্র মন্ডল, শাখা প্রধান (এস্টেট) কৃষ্ণপদ দাশ, নিরাপত্তা কর্মকর্তা মোঃ মাসহারুল হক এবং প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে খুলনা রেঞ্জ পুলিশের এসপি মোঃ সাজ্জাদুর রহমান রাসেল, খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) মোঃ হুমায়ুন কবির, র‌্যাব-৬ এর ডিএডি মোঃ লুৎফর রহমান, খুলনা জেলা প্রশাসনের সহকারী কমিশনার মিলন সাহা, পুলিশ পরিদর্শক (সিটিএসবি) জাহিদুল ইসলাম, পুলিশ পরিদর্শক সেখ কনি মিয়া, পুলিশ পরিদর্শক মোঃ মাহবুবুল আলম, হরিণটানা থানার ওসি শেখ খায়রুল বাশার, সোনাডাঙ্গা থানার ওসি মোঃ শফিকুল ইসলাম, ওজোপাডিকোর সহকারী পরিচালক (বিবিবি-৪) রেজভী আহমেদ রিংকুসহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

্রিন্ট

আরও সংবদ