খুলনা | মঙ্গলবার | ০৪ নভেম্বর ২০২৫ | ১৯ কার্তিক ১৪৩২

চব্বিশের গণঅভ্যুত্থান নিয়ে সিনেমা বানাবেন রায়হান রাফী

খবর বিনোদন |
০২:২০ পি.এম | ২৭ অক্টোবর ২০২৪


২০২৪ সালের গণঅভ্যুত্থান নিয়ে দেশের কয়েকজন নির্মাতা সিনেমা বানাতে আগ্রহ প্রকাশ করেছেন। এবার সে তালিকায় নাম উঠল রায়হান রাফীর। পরিচালক নিজেই দিয়েছেন ঘোষণাটি।

গতকাল শনিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে এ ঘোষণা দেন রাফী। ড. মুহাম্মদ শহীদুল্লাহ একাডেমিক ভবনে ‘বাংলাদেশের চলচ্চিত্রের সাম্প্রতিক গতি-প্রকৃতি এবং ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনাকালে এ কথা বলেন তিনি।

রাফীর কথায়, ‘জুলাই অভ্যুত্থানে এত এত গল্প যেগুলো নিয়ে অনেক সিনেমা বানাতে হবে। আমি আমার জায়গা থেকে চেষ্টা করব দ্রুত নির্মাণ করার। সেটা মুগ্ধকে নিয়ে হোক বা পুরো ঘটনা নিয়ে হোক। আর আমার তো সত্য ঘটনা বলতে ভালোই লাগে। এত এত টুইস্ট, গল্প, কেন আমি বানাব না!’

আরও বলেন, ‘সিনেমা এমনই শিল্প, যার মাধ্যমে প্রতিবাদ করা যায়, সমাজব্যবস্থাকে তুলে আনা যায়। এই যে আন্দোলন হলো, একটা সময় কিন্তু মানুষ ভুলে যাবে। কিন্তু এগুলো সিনেমাতে থাকলে মানুষের মনে থাকবে।’

রাফি ব্যস্ত আছেন ‘ব্ল্যাক মানি’ ওয়েব সিরিজ নিয়ে। এই সিরিজের মাধ্যমে প্রথমবার ওটিটিতে নাম লিখিয়েছেন জনপ্রিয় চিত্রনায়ক রবেল। আরও আছেন পূজা চেরী, সালাহউদ্দিন লাভলু, সুমন আনোয়ার প্রমুখ।

্রিন্ট

আরও সংবদ