খুলনা | রবিবার | ০৬ জুলাই ২০২৫ | ২১ আষাঢ় ১৪৩২

উপজেলা পরিষদ উপ-নির্বাচন

একক প্রার্থী নাজমা সরোয়ার কচুয়ায় চেয়ারম্যান নির্বাচিত

কচুয়া প্রতিনিধি |
০১:০৩ এ.এম | ১৫ সেপ্টেম্বর ২০২১

কচুয়ায় উপজেলা পরিষদের উপ-নির্বাচনে নাজমা সরোয়ার একক প্রার্থী হিসেবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। গতকাল মঙ্গলবার মনোনয়নপত্র বাছাই শেষে জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার ফারাজী বেনজীর আহম্মেদ এ তথ্য  নিশ্চিত করেন। 
গত সোমবার মনোনয়নপত্র জমা দানের শেষ দিনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজমা সরোয়ার উপ-নির্বাচনে একমাত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। তবে এদিন অন্য কোন প্রার্থী মনোনয়নপত্র জমা না দেয়ায় তিনি নির্বাচিত হন। 
কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম মাহফুজুর রহমান ইন্তেকাল করলে নির্বাচন কমিশন পদটি শূন্য ঘোষণা করে। এরপর জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার কর্তৃক স্বাক্ষরিত এক গণ বিজ্ঞপ্তির মাধ্যমে  উপ-নির্বাচনের তফশীল ঘোষণা করা হয়। নির্বাচনে মনোনয়নপত্র বাছাই ১৪ সেপ্টেম্বর, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১৯ সেপ্টেম্বর ও ৭ অক্টোবর বৃহস্পতিবার ভোট গ্রহনের দিন ধার্য্য ছিল।
 

্রিন্ট

আরও সংবদ