খুলনা | মঙ্গলবার | ০৫ নভেম্বর ২০২৪ | ২১ কার্তিক ১৪৩১

ডেঙ্গুতে একদিনে রেকর্ড রোগী হাসপাতালে, আরও ৬ জনের মৃত্যু

খবর প্রতিবেদন |
০১:২৫ এ.এম | ৩০ অক্টোবর ২০২৪


দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আগের দিন সকাল ৮টা থেকে গতকাল মঙ্গলবার একই সময় পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩১২ জন; যা এক দিনে এ বছরের মধ্যে সর্বোচ্চ। এর আগে গত ৬ অক্টোবর ১ হাজার ২২৫ জন আক্রান্ত হয়েছিলেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৯ হাজার ৪২০ জনে। তাদের মধ্যে ২৮৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৩৩ জন পুরুষ ও ১৫৩ জন নারী।
স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মৃত ছয়জনের মধ্যে ঢাকা বিভাগের চারজন। এ ছাড়া বরিশাল বিভাগে একজন ও রংপুর বিভাগে একজন মারা গেছেন। নতুনদের নিয়ে চলতি সপ্তাহে ১৫ জনের মৃত্যু হয়েছে। ৩ হাজার ৭৫৭ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
প্রতিবেদনে আরও বলা হয়, দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৩১২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় হাসপাতালে ভর্তি হন ৫০৩ জন। ঢাকা বিভাগে ২৮৬ (সিটি কর্পোরেশনের বাইরে), বরিশালে ১১৮, চট্টগ্রাম বিভাগে ১৮৯, খুলনায় ১৬৯, ময়মনসিংহে ২৮, রাজশাহীতে ৪০ ও রংপুরে ১৭ জন, সিলেটে তিনজন হাসপাতালে ভর্তি হয়েছেন।

্রিন্ট

আরও সংবদ