খুলনা | মঙ্গলবার | ১২ নভেম্বর ২০২৪ | ২৭ কার্তিক ১৪৩১

দুদক চেয়ারম্যানসহ পুরো কমিশনের পদত্যাগ

খবর প্রতিবেদন |
০১:২৮ এ.এম | ৩০ অক্টোবর ২০২৪


দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল­¬াহসহ পুরো কমিশন পদত্যাগ করেছে। মঙ্গলবার দুদকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন। পদত্যাগ করা অন্যরা হলেন আছিয়া খাতুন এবং জহুরুল হক।
মোহাম্মদ মঈনউদ্দীন আব্দুল¬াহ দুদকের চেয়ারম্যান ও জহুরুল হক কমিশনার হিসেবে ২০২১ সালের ১০ মার্চ দুদক চেয়ারম্যান ও কমিশনার হিসেবে দুদকে যো দেন। এর আগে একই বছরের ৩ মার্চ তাঁদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপান জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। কমিশনার আছিয়া খাতুন সংস্থাটির কমিশনার হিসেবে যোগদান করেন ২০২৩ সালে ২ জুলাই। তাঁকে নিয়োগ দিয়ে ওই বছরের ১৩ জুন প্রজ্ঞাপন জারি করা হয়।
পদত্যাগের বিষয়ে জানতে চাইলে মঈনউদ্দীন আবদুল¬াহ বলেন, ‘এ বিষয়ে একটু পরে কথা বলছি, কিছু জানতে চাইলে সচিবের সঙ্গে কথা বলুন।’ এর পরই ফোন কলটি কেটে দেন তিনি।
মঙ্গলবার দুপুর ২টা ১০ মিনিটে দুদকের প্রধান কার্যালয় থেকে পুরো কমিশন অফিস ত্যাগ করে।
দুদকের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা জানিয়েছেন, দুদকের চেয়ারম্যান ও কমিশনার পদত্যাগ করার আগে সবার কাছে শেষবারের মতো বিদায় নিয়েছেন। 
দুদক আইন অনুযায়ী, কমিশন নিজ পথ থেকে পদত্যাগ করতে হলে অন্তত এক মাস আগে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেওয়ার বিধান রয়েছে। তাঁদের অব্যাহতি দেওয়ার ক্ষেত্রেও একই নিয়ম কার্যকর। তবে মঈনউদ্দীন আবদুল­¬াহর নেতৃত্বাধীন কমিশন রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র দিয়েছে কি না, এ বিষয়ে কিছু জানা যায়নি।
মঙ্গলবার বিকেল ৩টার দিকে সংস্কার কমিশনের সঙ্গে দুদকের চেয়ারম্যান, কমিশনার ও কর্মকর্তাদের মতবিনিময় সভা নির্ধারিত ছিল।
এদিন দুদক সংস্কার কমিশনের সঙ্গে দুদক চেয়ারম্যান ও কমিশনারদের পূর্ব নির্ধারিত বৈঠক প্রসঙ্গে ট্রান্সপারেন্সি  ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) পরিচালক (আউটরিচ এ্যান্ড কমিউনিকেশন) মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, পদত্যাগের খবর পাওয়ার পর সংস্কার কমিশনের সঙ্গে দুদকের পূর্ব নির্ধারিত মতবিনিময় সভাটি বাতিল করা হয়েছে।
দুদকের একটি সূত্র জানিয়েছে, দুদক চেয়ারম্যান ও কমিশনারেরা তাঁদের পদত্যাগপত্র কমিশন অফিসে জমা দিয়েছেন। এ বিষয়ে দুদক সচিব এবং সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের এক অনির্ধারিত বৈঠক শুরু হয়েছে। বৈঠকের পর দুদক থেকে রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে বলে জানা গেছে। পদত্যাগপত্রটি মন্ত্রিপরিষদ হয়ে রাষ্ট্রপতির কাছে জমা দেওয়ার কথা রয়েছে।

্রিন্ট

আরও সংবদ