খুলনা | মঙ্গলবার | ১২ নভেম্বর ২০২৪ | ২৮ কার্তিক ১৪৩১

মোরেলগঞ্জে ইলিশ সংরক্ষণ অভিযানে দেড় লক্ষ মিটার অবৈধ জাল বিনষ্ট

মোরেলগঞ্জ প্রতিনিধি |
০৪:৫৮ পি.এম | ৩০ অক্টোবর ২০২৪


বাগেরহাটের মোরেলগঞ্জে ইলিশ সংরক্ষণ অভিযানে ২২ দিন অবরোধ চলাকালীন ভ্রাম্যমান আদালত পানগুছি ও বলেশ্বর নদীতে যৌথ অভিযান চালিয়ে প্রায় ৫ লক্ষ টাকা মূল্যের দেড় লক্ষ মিটার বিভিন্ন প্রকারের অবৈধ জাল, নৌকা ও ৫ কেজি ইলিশ মাছ জব্দ করেছে। মঙ্গলবার দিবাগত রাতে পানগুছি নদীতে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. নাজমুল ইসলাম।

জানাগেছে, উপজেলা মৎস অধিদপ্তরের উদ্যোগে ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৪ (১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর ২২ দিন অবরোধে) মঙ্গলবার দিবাগত রাতে পানগুছি ও বলেশ্বর নদীতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. নাজমুল ইসলাম মোবাইল কোর্টের মাধ্যমে যৌথ অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালীন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রনজিৎ কুমার, পুলিশ, সেনা সদস্য, কোষ্টগার্ড, আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। এ অভিযানে প্রায় ৫ লক্ষ টাকা মূল্যের ইলিশ ধরার জাল বেহেন্দী, চরঘড়া, মশারী, কারেন্ট জালসহ বিভিন্ন প্রকারের দেড় লক্ষ মিটার অবৈধ জাল উদ্ধার করেছেন প্রশাসন। পরে ভ্রাম্যমান আদালত মোবাইল কোর্টের মাধ্যমে আটককৃত অবৈধ জালগুলো পুড়িয়ে বিনষ্ট করে দেয়। নৌকাটি রাখা হয় পুলিশ হেফাজতে, জব্দকৃত ইলিশ মাছ ইয়াতিমখানায় ছাত্রদের মাঝে প্রদান করা হয়েছে।

এ বিষয়ে মোরেলগঞ্জ সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রনজিৎ কুমার বলেন, ১৩ অক্টোবর থেকে ইলিশ সংরক্ষণ অভিযান শুরু হয়েছে ৩ নভেম্বর পর্যন্ত ২২দিনের অবরোধকালীণ এ অভিযান চলবে। এ পর্যন্ত এ উপজেলায় মৎস অধিদপ্তরের মাধ্যমে যৌথ উদ্যোগে নদীতে ২৩টি টহল অভিযান ও ৬টি মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। অভিযানে উপজেলা প্রশসন, মৎস্য অফিস, সেনাসদস্য, পুলিশ, কোস্টগার্ড, আনসার সদস্যরা থাকছেন। মা ইলিশ সংরক্ষণকালীন সময়ে মানবিক সহায়তার কর্মসূচির আওতায় ৪ হাজার ৪শ’ ৩৪ পরিবারকে ২৫ কেজি করে বিনামূল্যে খাদ্যশষ্য চাল  পাবেন। ৫ নভেম্বরে থেকে জেলে পরিবারের মাঝে এ চাল বিতরণ করা হবে।
 

্রিন্ট

আরও সংবদ