খুলনা | সোমবার | ১৭ মার্চ ২০২৫ | ২ চৈত্র ১৪৩১

নগরীতে জুয়ার সরঞ্জামাদি জব্দ, ১১ জুয়াড়ি আটক

নিজস্ব প্রতিবেদক |
০১:৪৭ এ.এম | ৩১ অক্টোবর ২০২৪


নগরীর আযম খান সরকারি কমার্স কলেজের বিপরীতে ‘যুবক জিম’ ভবনের দ্বিতীয় তলায় জুয়া খেলারত অবস্থায় ১১জন জুয়াড়ীকে আটক করেছে পুলিশ। জুয়ার বোর্ড থেকে খেলায় ব্যবহৃত ৮ সেট তাস এবং নগদ ৮ হাজার ২৮০ টাকা উদ্ধার করা হয়। গতকাল বুধবার তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। নগরীর কোথাও অবৈধ জুয়া খেলতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন কেএমপি কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার।
পুলিশের সূত্রে জানা গেছে, গত ২৯ অক্টোবর রাতে নগরীর আযম খান সরকারি কমার্স কলেজ সংলগ্ন শামসুর রহমান রোডস্থ যুবক জিম নামক ভবনের ২য় তলায় অভিযান চালায় পুলিশ। সেখানে জুয়ার বোর্ড থেকে হাজী মহসিন রোডের মৃত মোকছেদ শেখের ছেলে মিরাজ শেখ (৫২), ট্যাংক রোডের হরিপদ সরকারের পুত্র সুদীপ সরকার (৫৯), বসুপাড়া মেইন রোডের মৃত হাফেজ মিয়ার ছেলে মোঃ গোলাম রসুল (৫৪), বসুপাড়া অলির গলির মৃত মজিদ হাওলাদারের ছেলে মোঃ আবুল হোসেন (৪০), বসুপাড়া এতিমখানা রোডের মৃত হাসান আলীর ছেলে মোঃ নাছিম আহম্মেদ বাবু (৬০), বাগমারা আলামিন গলির মৃত শওকত আলী মোল­ার ছেলে মোঃ বাবুল মোল­া (৬০), পশ্চিম টুটপাড়ার মৃত আদম আলী খানের ছেলে মোঃ হুমায়ুন কবির খান (৫৭), বাগেরহাট সদরের সুগন্ধি গ্রামের মৃত শেখ হিরুর মিয়ার ছেলে মোঃ পারভেজ (৫৫), চাঁনমারী বাজারের রফিক উদ্দিনের ছেলে মোঃ আলমগীর হোসেন (৬১), লবনচরা মুক্তা কমিশনারের কালভার্ট এলাকার মোঃ কামরুল ইসলামের ছেলে মোঃ আব্দুল­াহ গাজী (৪০) এবং নতুন বাজার মসজিদ গলির মৃত মাহাবুবুর রহমানের ছেলে মোঃ জাহাঙ্গীর আলম (৩৯)। 

্রিন্ট

আরও সংবদ