খুলনা | মঙ্গলবার | ০৫ নভেম্বর ২০২৪ | ২১ কার্তিক ১৪৩১

রাষ্ট্রের সংস্কারের পর জাতীয় নির্বাচনের দাবি জেএসডি’র

খবর বিজ্ঞপ্তি |
১২:১৯ এ.এম | ০১ নভেম্বর ২০২৪


জুলাই-আগস্টের ছাত্র শ্রমিক জনতার অভূতপূর্ব বিজয়ের পর স্বৈরশাসক শেখ হাসিনা পালালেও প্রশাসনে তার বিভিন্ন অনিয়মের কারণে এখন মানুষ গণতন্ত্রের পরিপূর্ণ স্বাদ পাচ্ছে না। গণঅভ্যুত্থানে শহীদের আত্মার মাগফিরাত কামনা, আহতদের সুচিকিৎসা স্বৈরাচারের দোসরদের বিচার, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন, পুলিশ, বিচার বিভাগ, দুদক ও সংবিধান সংস্কারের পর জাতীয় নির্বাচনের দাবি জেএসডির। এ সংগঠনের নেতৃবৃন্দ বলেছেন ২০১৪, ২০১৮ ও ২০২৪-এর নির্বাচন বাতিল করে এর সাথে জড়িতদের বিচারের আওতায় আনা এবং রাষ্ট্রীয় অর্থ অপচয়ের জন্য জবাব দিহিতা করতে হবে। মহান মুক্তিযুদ্ধের চেতনা, অংশীদারিত্বের গণতন্ত্র ও দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের দাবিও করা হয়। 
বৃহস্পতিবার দুপুর ১২টায় হাদিস পার্কের দক্ষিণ প্রান্তে দলের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় নেতৃবৃন্দ এ দাবি তোলেন। 
প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় সভাপতিত্ব করেন জেলা শাখার সাধারণ সম্পাদক স ম রেজাউল করিম। প্রধান অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় যুগ্ম-আহবায়ক খান লোকমান হাকিম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য রফিকুল হক খোকন, সাবেক ছাত্রনেতা মোঃ আব্দুস সবুর, জেলা জেএসডির সভাপতি বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ শেখ আব্দুল খালেক, ভাসানী অনুসারী পরিষদের খুলনা নগর সভাপতি শেখ আব্দুল হালিম ও নাগরিক ঐক্যের নগর সদস্য সচিব কাজী মোতাহার রহমান বাবু। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও নগরীতে এক শোভাযাত্রা বের হয়। 
স্থানীয় সমাজকর্মী রুনা লায়লা ও আরিফুজ্জামান মন্টু  শোভাযাত্রার পূর্বে দলের যোগদানের কথা ঘোষণা করেন। ইতিপূর্বে তারা জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদ (ইনু) এর রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন।

্রিন্ট

আরও সংবদ