খুলনা | রবিবার | ০১ ডিসেম্বর ২০২৪ | ১৭ অগ্রাহায়ণ ১৪৩১

রূপসায় অধ্যক্ষ খান আলমগীর কবির স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

রূপসা প্রতিনিধি |
১১:৫৩ পি.এম | ০১ নভেম্বর ২০২৪


রূপসার শহীদ মুনসুর স্মৃতি সংসদ আয়োজিত ১৬ দলীয় ৫ম অধ্যক্ষ খান আলমগীর কবির স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী হয়েছে। গতকাল শুক্রবার উপজেলার কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন কেন্দ্রীয় বিএনপি’র তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। উদ্বোধনী খেলায় স্বাগতিক মুনসুর স্মৃতি সংসদ এবং বটিয়াঘাটা তরুণ সংঘ প্রতিদ্ব›িদ্বতা করে। খেলায় টাইব্রেকারে ৪-৩ গোলে বটিয়াঘাটা তরুন সংঘ বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে। খেলা পরিচালনা করেন জুনায়েদ শরিফ, মনিরুল ইসলাম ঢালী ও আজিজুর রহমান বাবলু। 
সমাজসেবক মাফতুন আহম্মেদ রাজার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন ক্রীড়া সংগঠক অধ্যাপক আহমেদুল কবীর চাইনিজ। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন সাবেক জেলা বিএনপি নেতা জুলফিকার আলী জুলু, মনিরুজ্জামান মন্টু, মোস্তফা উল বারী লাভলু, সাবেক ছাত্রনেতা আবু হোসেন বাবু, সাবেক জেলা বিএনপি নেতা আঃ রশিদ শেখ, মোল­া খায়রুল ইসলাম, তৈয়েবুর রহমান, জিএম কামরুজ্জামান টুকু, মাহবুব হাসান পিয়াস, ইকরামুল হক হেলাল, আতাউর রহমান রুনু, আলী আজগর, উপজেলা বিএনপির আহবায়ক মোল­া সাইফুর রহমান, সদস্য সচিব জাবেদ হোসেন মলি­ক, যুগ্ম-আহবায়ক বিকাশ মিত্র, রয়েল আজম, ইউনিয়ন বিএনপি’র আহবায়ক খান আনোয়ার হোসেন, মহিউদ্দিন মিন্টু, আঃ মালেক, সদস্য সচিব আজিজুর রহমান, দিদারুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা ইবাদুল হক রুবায়েত, উজ্জল সাহা। 
এসময় উপস্থিত ছিলেন সমাজসেবক বাবলু কুমার আঁশ, সৈয়দ মাহমুদ আলী, আলম শেখ, বিএনপি নেতা সাইফুল ইসলাম পাইক, সৈয়দ নিয়ামত, কামরুল ইসলাম কচি, বাদশা জমাদ্দার, মুন্না সরদার, খান আলিম হাসান, কামরুজ্জামান নান্টু, হাসিবুর রহমান, খন্দকার শরিফুল ইসলাম, শাহজামান প্রিন্স, বিএনপি নেতা মোঃ বাবুল শেখ, মাসুদ খান, শামীম হাসান, জাহাঙ্গীর হাওলাদার, তরিকুল ইসলাম, খন্দকার ইমরান হোসেন, আবু সাঈদ, ইসরাইল বাবু, শাহাজাদা আলমগীর, নাঈম ইসলাম, হিরক গোলদার, সফর কাজী, ইব্রাহিম শেখ, শাহিনুর শেখ, ফেরদৌস, হাসান ফারাজী, জহির খান, তাহসিন প্রমু। এরপর কেন্দ্রীয় বিএনপি নেতা আজিজুল বারী হেলাল কাজদিয়া গ্রামের প্রয়াত সৈয়দ ইসার বাড়িতে যান, পরিবারকে শান্তনা দেন এবং তার কবর জিয়ারত করেন।

 

্রিন্ট

আরও সংবদ