খুলনা | সোমবার | ০২ ডিসেম্বর ২০২৪ | ১৮ অগ্রাহায়ণ ১৪৩১

শাহরুখের জন্মদিন, মধ্যরাতেই বাড়ির সামনে জনসমুদ্র

খবর বিনোদন |
১২:৫০ পি.এম | ০২ নভেম্বর ২০২৪


বলিউড বাদশাহ শাহরুখ খানের ৫৯তম জন্মদিন আজ। ১৯৬৫ সালের ২ নভেম্বর ভারতের নয়াদিল্লিতে জন্ম তার। নব্বইয়ের দশকে বলিউডে পা রাখার পর তিন দশকের চলচ্চিত্র ক্যারিয়ারে পেয়েছেন আকাশচুম্বী জনপ্রিয়তা আর সাফল্য।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বরাবরের মতো এবারও জন্মদিনের প্রথম প্রহরে ভক্ত ও সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হলেন এ অভিনেতা। আজ ২ নভেম্বর দিবাপূর্ব মধ্যরাতে কিং খানের বাসভবন মান্নাতকে ঘিরে জনসমুদ্র তৈরি করেন ভক্তরা। সবার একটাই চাওয়া। বিশেষ দিনে শাহরুখ দর্শন করবেন তারা।

কিং খানও নিরাশ করলেন না। প্রতিবারের মতো এবারও মন্নতের কালো জালে ঘেরা ছাদে মিলিটারি ছাপ প্যান্ট, কালো টি শার্ট, টুপি, রোদচশমায় দেখা গেল কিং খানকে। ভিড়ের উদ্দেশে ছুড়লেন চুমু। নাড়লেন হাত। সেসবই দেবতার প্রসাদ হিসেবে গ্রহণ করে উল্লাসে ফেটে পড়লেন অনুরাগীরা।

সূত্রের খবর, শাহরুখের ৫৯ তম জন্মদিন উপলক্ষে জমকালো পার্টির আয়োজন করছেন কিং খানের স্ত্রী গৌরী খান। আলিয়া ভাট, রণবীর কাপুর থেকে শুরু করে সাইফ, কারিনার মতো বলিপাড়ার তাবড় তারকারা রয়েছেন এই পার্টির আমন্ত্রিতদের তালিকায়।

২৫০ জনের কাছে এই পার্টির আমন্ত্রণপত্র গেছে বলে খবর রয়েছে। জানা গেছে, মান্নাতে সেদিন আসবেন রণবীর সিং-ও। তার সঙ্গে কি দেখা মিলবে দীপিকা পাড়ুকোনেরও? সেই সম্ভাবনা প্রবল!

গুঞ্জন রয়েছে, জন্মদিনে নতুন কাজের খবর দেবেন শাহরুখ। বিশেষ চমক হিসেবে থাকবে তা। শাহরুখের আসন্ন সিনেমা 'কিং'-এ গানের দায়িত্বে রয়েছেন অনিরুদ্ধ রবিচন্দর। বিষয়টি কতটা সত্য তা জানতে অপেক্ষা আর অল্প সময়ের। 

্রিন্ট

আরও সংবদ