খুলনা | শুক্রবার | ০৩ জানুয়ারী ২০২৫ | ১৯ পৌষ ১৪৩১

জাপাকে কোথাও সভা-সমাবেশ করতে না দিতে ছাত্র অধিকার পরিষদের আহবান

খবর প্রতিবেদন |
০১:২০ পি.এম | ০২ নভেম্বর ২০২৪


জাতীয় পার্টিকে কোথাও সভা-সমাবেশ করতে না দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা। আজ শনিবার (২ নভেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে রাজধানীর কাকরাইলে জাপার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ফ্যাসিবাদবিরোধী সমাবেশ না হওয়ার বিষয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেছেন, ফ্যাসিবাদের দোসরদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। বঙ্গভবনে জাতীয় পার্টিকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত অন্তবর্তীকালীন সরকারের ভুল ছিল।

সমাবেশ না করার বিষয়ে বিন ইয়ামিন মোল্লা বলেন, কাকরাইল ও আশপাশের এলকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে পুলিশ। আমরা যেহেতু শান্তি প্রিয়, তাই পুলিশের নিষেধাজ্ঞা মেনে সমাবেশ করছি না।

ব্রিফিংয়ে বিন ইয়ামিন মোল্লা আরও বলেন, জি এম কাদের গতকাল বলেছেন, হাতি গর্তে পড়লে চামচিকাও লাথি মারে। শেখ হাসিনাও পতনের আগে একই কথা বলেছিলেন। জি এম কাদেরের কাছে প্রশ্ন, আপনি কত বড় হাতি, আমরা দেখতে চাই? আমরা তো মনে করি, আপনি তেলাপোকা, ফুঁ দিলেই উড়েই যাবেন।

এদিকে কাকরাইল ও এর পার্শ্ববর্তী এলাকায় যেকোনো প্রকার সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

এর আগে নিজেদের পোড়া কার্যালয়ের সামনে আজ শনিবার সমাবেশ করবে বলে গতকাল সকালে এক সংবাদ সম্মেলনে ঘোষণা দিয়েছিল জাতীয় পার্টি। তবে এই সমাবেশ করতে দেয়া হবে না বলে এদিন বিকেলে জানায় ফ্যাসিবাদবিরোধী ছাত্র-শ্রমিক-জনতা।

তারা-ও শনিবার সকাল ১১টায় জাতীয় পার্টির কার্যালয়ের সামনে গণপ্রতিরোধ কর্মসূচি পালনের ঘোষণা দেয়া। দুই পক্ষের পাল্টা কর্মসূচি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই ডিএমপি ওই এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি দেয়।

্রিন্ট

আরও সংবদ