খুলনা | বৃহস্পতিবার | ০২ জানুয়ারী ২০২৫ | ১৯ পৌষ ১৪৩১

অভয়নগরের সড়ক দুর্ঘটনার ২০ ঘন্টা পর একটি মরদেহ উদ্ধার

অভয়নগর প্রতিনিধি |
১২:২৩ এ.এম | ০৫ নভেম্বর ২০২৪


যশোর খুলনা মহাসড়কের প্রেমবাগে দুর্ঘটনার ২০ ঘন্টা পর অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে নওয়াপাড়া হাইওয়ে থানা পুলিশ। জানা গেছে, গত রোববার বিকেলে এম কে পরিবহনের (ঢাকা মেট্রো-ব ১৪-৫৬৩৬) একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে যশোর খুলনা মহাসড়কের প্রেমবাগ ইউনিয়ন পরিষদের বিপরীতে পাশের পুকুরে পড়ে যায়। ৩০-৩৫ জন যাত্রী ছিল ওই বাসে।  খবর পেয়ে নওয়াপাড়া হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে যেয়ে যাত্রীদেরকে উদ্ধার করে হাসপাতালে পৌঁছানোর ব্যবস্থা করে। ঘটনার ২০ ঘন্টা পর সোমবার দুপুরে এম কে পরিবহনের মালিক পক্ষ দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করতে আসে। এ সময় বাসটির ডালায় এক জনের মরদেহ দেখতে পেয়ে নওয়াপাড়া হাইওয়ে থানা পুলিশকে সংবাদ দেয়। সংবাদ পেয়ে নওয়াপাড়া ফায়ার সার্ভিসের কর্মীদের সাথে নিয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে নিয়ে আসেন বলে জানান হাইওয়ে থানার ওসি মাহাবুবুর রহমান। এ রিপোর্ট লেখা পযর্ন্ত লাশের কোন পরিচয় পাওয়া যায়নি।

্রিন্ট

আরও সংবদ