খুলনা | সোমবার | ০২ ডিসেম্বর ২০২৪ | ১৮ অগ্রাহায়ণ ১৪৩১

ছাত্রীর সাথে অশালীন কুরুচিপূর্ণ মন্তব্য

পাইকগাছার লম্পট শিক্ষক মিলনকে গ্রেফতারের দাবিতে মিছিল

কপিলমুনি (পাইকগাছা) প্রতিনিধি |
১২:২৪ এ.এম | ০৫ নভেম্বর ২০২৪


পরীক্ষার পাস করিয়ে দেয়ার কথা বলে এক ছাত্রীর সাথে অশালীন কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন পাইকগাছা উপজেলার কে আর আর মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র ক্রীড়া শিক্ষক মিলন কুমার রায়। বিদ্যালয়ের ১০ম শ্রেণি পড়–য়া এক ছাত্রীর পরীক্ষা চলাকালীন সময়ে তার শরীরের বিভিন্ন স্থানে স্পর্শ করে এই কুরুচিপূর্ণ মন্তব্য করেন তিনি। পরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানীর অভিযোগ তুলে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বরাবর লিখিত অভিযোগ করেন ঐ ছাত্রীর পিতা। বিষয়টি জানাজানি হলে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও এলাকাবাসী তাৎক্ষণিক শিক্ষকের অপসারণ ও গ্রেফতারের দাবিতে মিছিল করে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আব্দুর রহমান লিখিত অভিযোগের কথা স্বীকার করে বলেন, এখনো সভাপতিকে বিষয়টি জানানো হয়নি। 
এলাকাবাসীর অভিযোগ, কথিত শিক্ষক মিলন একজন লম্পট প্রকৃতির লোক। গত ২৩/১০/২০২৪ ও ২৪/১০/২০২৪ তারিখ শিক্ষক রূপী নরপিচাশ বিদ্যালয়ের একজন ছাত্রীকে যৌন হয়রানী করেছে। ইতোপূর্বে সে এমন অপকর্ম করেছিল। যা বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশ হয়েছিলো। সে সময় তাকে সাময়িক বরখাস্ত করা হয়। তাদের অভিযোগ বিদ্যালয়ের তৎকালীন ম্যানেজিং কমিটির সভাপতি হাসান ইমাম ও বিদ্যালয়ের প্রধান শিক্ষকের  সদিচ্ছার অভাবে সে সময় মিলন এ ধরনের অপকর্ম করে পার পেয়ে যায়। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন জানান, বিষয়টি আমি এখনো শুনিনি বা কোন অভিযোগও পাইনি। তবে অভিযোগ পেলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনার বিষয়ে শিক্ষক মিলনের মোবাইলে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

্রিন্ট

আরও সংবদ