খুলনা | মঙ্গলবার | ০৩ ডিসেম্বর ২০২৪ | ১৯ অগ্রাহায়ণ ১৪৩১

তরিকুল ইসলাম ছিলেন আদর্শবাদী রাজনীতিবিদ : খুলনা বিএনপি

খবর বিজ্ঞপ্তি |
০১:২০ এ.এম | ০৫ নভেম্বর ২০২৪


খুলনা বিএনপি নেতারা বলেছেন, তরিকুল ইসলাম ছিলেন একজন আদর্শবাদী রাজনীতিবিদ। মাটি মানুষের প্রতি অঙ্গীকার থেকে যারা রাজনীতি করেন, তাদের জীবন ধারায় সাফল্য ব্যর্থতা আর জেল-জুলুমের যে পর্বগুলো অনিবার্য হয়ে উঠে তরিকুল ইসলামেরও তাই। ঔপনিবেশিক আমলে জন্ম নেয়া এ ব্যক্তির পঞ্চাশ ও ষাটের দশকের শিক্ষা জীবনকালে আদর্শবাদী রাজনীতির প্রধান এ্যাজেন্ডা ছিল বৈষম্য ও শোষণমুক্তি। 
বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির প্রায়ত সদস্য, সাবেক মন্ত্রী মরহুম তরিকুল ইসলামের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। সোমবার দুপুর ১২টায় দলীয় কার্যালয়ে খুলনা মহানগর বিএনপি’র উদ্যোগে আলোচনা সভায় বক্তারা আরো বলেন,  মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ভাবধারার প্রতি একনিষ্ঠ ছিলেন তরিকুল ইসলাম। আলোচনা শেষে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। মহানগর বিএনপি’র আহবায়ক এড. শফিকুল আলম মনার সভাপতিত্বে ও সদস্য সচিব শফিকুল আলম তুহিনের পরিচালনায় বক্তৃতা করেন মহানগর, থানা, ওয়ার্ড, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

্রিন্ট

আরও সংবদ