খুলনা | সোমবার | ০২ ডিসেম্বর ২০২৪ | ১৮ অগ্রাহায়ণ ১৪৩১

বৃহত্তর আমরা খুলনাবাসীর স্মারকলিপি পেশ

খুমেক হাসপাতাল দুই হাজার বেডে উন্নীত করাসহ ১৭ দফা দাবি

খবর বিজ্ঞপ্তি |
০১:৩৩ এ.এম | ০৫ নভেম্বর ২০২৪


খুমেক হাসপাতালকে দুই হাজার বেডে উন্নীত করাসহ ১৭ দফা দাবিতে বৃহত্তর আমরা খুলনাবাসী স্মারকলিপি পেশ করে সোমবার সকাল সাড়ে ১১টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডাঃ মোঃ মোহসিন আলি ফারাজীর অফিস কক্ষে এ স্মারকলিপি পেশ করা হয়।  
বৃহত্তর আমরা খুলনাবাসীর প্রতিনিধি দল হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালককে জানান, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ২৫০ বেড দিয়ে শুরু হলেও বর্তমানে ৫০০ বেড রয়েছে কাগজ কলমে। বাস্তবে ২৫০ বেডের দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির একই জন জনবল দিয়ে কাজ করানো হয়। ধারণ ক্ষমতার চেয়ে জ্জ গুণ রোগী ভর্তি হয়ে জায়গা না পেয়ে ফ্লোরে, বারান্দায়, সিঁড়ির কোড়ি ডোরসহ যত্রতত্র রোগী থাকায় রোগীর স্বজনরা দূরে থাক, ডাক্তার নার্স স্টাফ চলাচল কষ্ট সাধ্য হয় অনেক ক্ষেত্রে স্বাস্থ্যসেবা বিঘœ ঘটে। 
এ সময় হাসপাতালটি দ্রুতই ২ হাজার বেডে উন্নীত করা, আলাদা ডেঙ্গু রোগীর ওয়ার্ডের ব্যবস্থা, রোগীদের খাবারের মান আরও উন্নত করা, হাসপাতালের বাথরুমসহ সকল স্থান পরিষ্কার রাখা, হাসপাতালের ভিতর হতে সকল ভ্রাম্যমাণ দোকান উচ্ছেদ করা, নিয়মিত পুলিশী পাহারার ব্যবস্থা, হাসপাতালে দালালদের অবস্থান বন্ধ করা, হাসপাতালের এ্যাম্বুলেন্স থাকতে না দেওয়া, ওষুধ পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, দুর্নীতির সাথে জড়িত তাদের চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করা, সৎ কর্মকর্তা কর্মচারীদের প্রমোশন দিয়ে পদায়ন করা, আয়া, বুয়া, বকসিসের নামে জুলুম বন্ধ করা, টেস্ট কমিশন বাণিজ্যে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, পেসক্রিপশন পরিষ্কার স্পর্শ করে লেখা, রোগী ও ডাক্তারদের মধ্যে বৈষম্য থাকলে তা দূর করার দাবি জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন মেডিসিন বক্ষব্যাধি ও হৃদরোগ বিভাগীয় প্রধান ডাঃ মোস্তাফা কামাল, সহকারী পরিচালক নিয়াজ মুস্তাফি চৌধুরী। এ সময় বৃহত্তর আমরা খুলনাবাসীর সভাপতি মোঃ নাসির উদ্দিন, সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, মোঃ কামরুল ইসলাম কামু, সাধারণ সম্পাদক এস এম মাহাবুবুর রহমান খোকন, মোঃ কামরুল ইসলাম ভুট্টো, এম এ জলিল, মোঃ সাকিল আহমেদ রাজা, আঃ রাজ্জাক, কারি শরীফ মিজানুর রহমান, মোঃ শফিকুল ইসলাম, মোঃ ইকবাল আহমেদ তোকা, আঃ মান্নান মুন্নাফ, মোঃ জয়নাল আবেদিন, মোঃ মাহাফুজুর রহমান বাচ্চু, মোঃ ইয়াহিয়া, মোঃ সবুজুল ইসলাম সবুজ, মোঃ মিকাইল হোসেন,  তৈয়বুর রহমান, মোঃ আবু বক্কার,  মোঃ আজমল হোসেন প্রমুখ। 

্রিন্ট

আরও সংবদ