খুলনা | শুক্রবার | ০৩ জানুয়ারী ২০২৫ | ১৯ পৌষ ১৪৩১

যোগীপোল ইউনিয়ন বিএনপি’র সম্মেলনে মনা

শেখ হাসিনা পালিয়ে গেলেও তার দোসরদের ষড়যন্ত্র থেমে নেই

খানজাহান আলী থানা প্রতিনিধি |
০১:৩৬ এ.এম | ০৫ নভেম্বর ২০২৪


খুলনা মহানগরের বিভিন্ন ওয়ার্ডের সম্মেলনের অংশ হিসেবে যোগিপোল ইউনিয়ন  বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন সোমবার বিকেল সাড়ে ৩টায় ফুলবাড়ীগেট কুয়েট রোডে অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগর বিএনপি’র আহবায়ক এড. এস এম শফিকুল আলম মনা। প্রধান অতিথি বলেন, স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে গেলেও দেশের মধ্যে লুকিয়ে থাকা তার দোসররা বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাদের সকল ষড়যন্ত্র প্রতিহত করতে সকলকে ঐক্যবদ্ধ থেকে মোকাবেলা করতে হবে। রক্তের বিনিময়ে অর্জিত এই দ্বিতীয় স্বাধীনতা যেন কেউ নসাৎ করতে না পারে সেদিকে আমাদের সকলকে লক্ষ্য রাখতে হবে। তিনি বলেন সুন্দর বৈষম্যহীন বাংলাদেশ উপহার দিতে আগামীতে বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে।  
সম্মেলনে প্রধান বক্তা ছিলেন মহানগর বিএনপি’র সদস্য সচিব শফিকুল ইসলাম তুহিন। সম্মেলনে উদ্বোধক অতিথি হিসেবে বক্তৃতা করেন খানজাহান আলী থানা বিএনপি’র আহŸায়ক কাজী মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপি’র যুগ্ম-আহবায়ক আবুল কালাম জিয়া, যুগ্ম-আহবায়ক  মাসুদ পারভেজ বাবু, খানজাহান আলী থানা বিএনপি’র সদস্য সচিব আবু সাঈদ হাওলাদার আব্বাস, আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপি’র আহŸায়ক ও সাবেক মেম্বর শেখ আব্দুস সালাম। 
যোগিপোল ইউনিয়ন বিএনপি’র আহবায়ক মোঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে এবং খানজাহান আলী থানা বিএনপি’র আহŸায়ক কমিটির সদস্য মোল্লা সোহাগ হোসেনের সঞ্চালনায় সম্মেলনে বক্তৃতা করেন বিএনপি নেতা শেখ সাদী,  সভাপতি ইকবাল হোসেন মিজান, রফিকুল ইসলাম রফিক, রইস উদ্দিন, আতাউর রহমান মোড়ল, হেলাল শরীফ, হাসিবুর রহমান উজ্জল, জাহিদুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন খোকা, ফরহাদ হোসেন, মিনা মুরাদ, মনির মীর, ফকির রবিউল ইসলাম, শাহ আলম শিকদার, আবুল কালাম আজাদ, আজমল হোসেন, শেখ মিজানুর রহমান, শওকত হোসেন হিটু, শফিকুল ইসলাম, শাহাবুদ্দিন বুদ্ধি, মোস্তফা জামাল শেখ, চমন আরা, শাম্মী চোধুরী মলি, রেশমী সুলতানা, বিল­াল হোসেন, মাসুম বিল­াহ, হাবিবুর রহমান বিপ্লব, মোল­া সোহরাব হোসেন, শহিদুল ইসলাম সোহেল, মাসুম খান, মেহেদী হাসান বাপ্পি, আল মামুন, জুয়েল হাওলাদার, শাহাদাত হোসেন সাজু, আলামিন হাওলাদার, জুয়েলসহ মহানগর, থানা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। 
সম্মেলনের দ্বিতীয় পর্বে ৩১ জন কাউন্সিলর ভোটে সভাপতি হিসেবে যোগীপোল ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক পদে মীর শওকত হোসেন হিট্টু এবং সাংগঠনিক সম্পাদক পদে মোঃ মামুন শেখ  নির্বাচিত হন। নির্বাচন পরিচালনা করেন সৈয়দ রেহেনা ইসা ও এড. নূরুল হাসান রুবা।  
 

্রিন্ট

আরও সংবদ