খুলনা | রবিবার | ০১ ডিসেম্বর ২০২৪ | ১৭ অগ্রাহায়ণ ১৪৩১

শরণখোলায় আরাফাত রহমান কোকো ফুটবলে রায়েন্দা বাজার ফ্রেন্ডস ক্লাব ফাইনালে

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি |
১২:০৩ এ.এম | ০৬ নভেম্বর ২০২৪


শরণখোলা উপজেলার আমড়াগাছিয়া হাই স্কুল মাঠে অনুষ্ঠিত আরাফাত রহমান কোকো ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে রায়েন্দা বাজার ফ্রেন্ডস ক্লাব বিজয়ী হয়েছে। সোমবার তারা মুখোমুখি হয় সুন্দরবন টাইগার ক্লাবের। রায়েন্দা বাজার ফ্রেন্ডস ক্লাব ২-০ গোলে জয়ী হয়। খেলায় আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর মোস্তফা কামাল ফকির, শরণখোলা প্রেসক্লাবের সাবেক সভাপতি বাবুল দাস, টুর্নামেন্ট কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মনির সিপাই, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক মামুন গাজীসহ বিভিন্ন পর্যায়ের ক্রিড়া সংগঠকরা। আজ বুধবার টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে মোংলা গুডমর্নিং একাদশ লড়বে পশ্চিম রাজৈর যুব সংঘের সাথে। আরাফাত রহমান কোকো ফুটবল টুর্নামেন্টের আয়োজক আমড়াগাছিয়া লায়ন্স ক্লাব। উলে­খ্য রায়েন্দা বাজার ফ্রেন্ডস ক্লাব একটি ঐতিহ্যবাহী ক্লাব। শিরোপা জয়ের লক্ষে দেশি-বিদেশি তারকা খেলোয়াড় নিয়ে ফাইনাল অংশগ্রহণ করবে বলে জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।

 

্রিন্ট

আরও সংবদ