খুলনা | রবিবার | ০১ ডিসেম্বর ২০২৪ | ১৭ অগ্রাহায়ণ ১৪৩১

রূপসায় অধ্যক্ষ খান আলমগীর কবির স্মৃতি ফুটবলের ৫ম খেলা অনুষ্ঠিত

রূপসা প্রতিনিধি |
১২:০৩ এ.এম | ০৭ নভেম্বর ২০২৪


রূপসায় শহিদ মুনসুর স্মৃতি সংসদ আয়োজিত ১৬ দলীয় অধ্যক্ষ খান আলমগীর কবির স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ৫ম খেলা গতকাল বুধবার বিকালে কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়। খেলায় অংশগ্রহণ করে অধ্যক্ষ আলমগীর কবির স্মৃতি পরিষদ এবং তেরোখাদা ফুটবল একাদশ। খেলায় অধ্যক্ষ আলমগীর কবির স্মৃতি পরিষদ ৬-০ বিশাল গোলের ব্যবধানে তেরোখাদা ফুটবল একাদশকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে উঠার গৌরব অর্জন করে। বিজয়ী দলের হয়ে আমান ২টি, সুজন ২টি এবং নাদিম ও আওরঙ্গজেব একটি করে গোল করতে সক্ষম হন। ম্যান অব দা ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের খেলোয়াড় আমান। খেলা পরিচালনা করেন কামাল শেখ, আলী আকবর, জসীম শেখ। ধারাভাষ্যে ছিলেন ক্রীড়া সংগঠক মোস্তাহিদুর রহমান মুক্ত। এসময় উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক অধ্যাপক খান আহমেদুল কবীর চাইনিজ, রউফুল হক মুকুল, সৈয়দ মাহমুদ আলী, প্রভাষক বাশির আহমেদ লালু, ফুটবল কোচ সাধন দে, সমাজসেবক আলম শেখ, আয়ূব খান, কামরুল শেখ, শাহাজাদা আলমগীর, জামাল শেখ, মাসুদুর রহমান প্রমুখ। আজ বৃহস্পতিবার ৬ষ্ঠ ম্যাচে অংশগ্রহণ করবে বাগেরহাট ফুটবল একাডেমি এবং শিয়ালি সিএস মিলন একাদশ।

্রিন্ট

আরও সংবদ