খুলনা | সোমবার | ০২ ডিসেম্বর ২০২৪ | ১৮ অগ্রাহায়ণ ১৪৩১

ইসি গঠনে সার্চ কমিটিতে পাঁচজনের নাম দিলো বিএনপি

খবর প্রতিবেদন |
১২:৪৬ এ.এম | ০৭ নভেম্বর ২০২৪


নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনের লক্ষে রাষ্ট্রপতি গঠিত সার্চ কমিটির কাছে পাঁচজনের নাম প্রস্তাব করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

বুধবার (০৬ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগের সচিব শেখ আব্দুর রশিদের কাছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ও যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি দলের পক্ষ থেকে এই তালিকা জমা দেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিবের কাছে বিএনপির দুই সদস্যের একটি প্রতিনিধি দল মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি গোপনীয় চিঠি পৌঁছে দিয়েছেন।

জানা গেছে, বিএনপির পক্ষ থেকে ৮ থেকে ১০ জনের নাম প্রস্তাব করা হয়েছে। তবে প্রস্তাবিত নামের ব্যাপারে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায়নি।

এর আগে গত রোববার নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনে নাম চেয়ে বিজ্ঞপ্তি জারি করে সার্চ কমিটি। এতে বলা হয়, রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনের পাশাপাশি ব্যক্তিগত পর্যায়েও আগ্রহী ব্যক্তিরা তাদের নিজ নিজ নাম প্রস্তাব করতে পারবেন। প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার পদে সর্বোচ্চ পাঁচজনের নাম প্রস্তাব করা যাবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্তসহ প্রস্তাবিত নাম সরাসরি মন্ত্রিপরিষদ বিভাগে বা ই-মেইলে ([email protected]) পাঠানো যাবে। ৭ নভেম্বর বিকেল ৫টার মধ্যে নামের সুপারিশ পাঠানো যাবে। কিন্তু এর এক দিন আগেই আজ বুধবার বিএনপি তাদের নাম প্রস্তাব করল।

প্রসঙ্গত, গত ৩১ অক্টোবর নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনে যোগ্য ব্যক্তি বাছাইয়ের জন্য আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে সভাপতি করে ছয় সদস্যের অনুসন্ধান (সার্চ) কমিটি গঠন করে সরকার।

কমিটির বাকি সদস্যরা হলেন- হাইকোর্ট বিভাগের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান, বাংলাদেশের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মো. নূরুল ইসলাম, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মোবাশ্বের মোনেম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার) এবং পিএসসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক জিন্নাতুন নেছা তাহমিদা বেগম।

এই কমিটি নতুন প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের জন্য প্রতি পদের বিপরীতে দুজন করে ব্যক্তির নাম সুপারিশ করবে। আইনানুযায়ী অনুসন্ধান কমিটি গঠনের ১৫ কার্যদিবসের মধ্যে রাষ্ট্রপতির কাছে তাদের এই সুপারিশ দেওয়ার কথা।

্রিন্ট

আরও সংবদ