খুলনা | মঙ্গলবার | ২৮ জানুয়ারী ২০২৫ | ১৫ মাঘ ১৪৩১

রূপসায় অধ্যক্ষ খান আলমগীর কবির স্মৃতি ফুটবলে সিএস মিলন একাদশ জয়ী

রূপসা প্রতিনিধি |
১২:০১ এ.এম | ০৮ নভেম্বর ২০২৪


রূপসায় শহিদ মুনসুর স্মৃতি সংসদ আয়োজিত ১৬ দলীয় অধ্যক্ষ খান আলমগীর কবির স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ৬ষ্ঠ খেলা গতকাল বৃহস্পতিবার বিকেলে কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়। খেলায় বাগেরহাট ফুটবল একাডেমি এবং শিয়ালি সিএস মিলন একাদশ অংশগ্রহণ করে। খেলায় শিয়ালি সিএস মিলন একাদশ ৪-১ গোলে বাগেরহাট ফুটবল একাডেমিকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে। বিজয়ী দলের হয়ে গোল করেন সজীব, রোজ, আপন, পিন্টু এবং বিজিত দলের হয়ে একমাত্র গোল করেন রিয়াজ। খেলায় ম্যান অব দা ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের হাবিবুর। খেলা পরিচালনা করেন পার্থ প্রতীম মন্ডল, বিল্পব সরদার, নীলয় বেগ। খেলা ধারাভাষ্যে ছিলেন, মোস্তাহিদুর রহমান মুক্ত ও সার্জেন্ট জলিল। এসময় উপস্থিত ছিলেন, ক্রীড়া সংগঠক অধ্যাপক আহমেদুল কবীর চাইনিজ, রূপসা পল­ী বিদ্যুৎ সমিতির এজিএম এমএ হালিম খান, প্রভাষক বাশির আহমেদ লালু, খান মেঝবা উদ্দীন সেলিম, বিএনপি নেতা সৈয়দ মাহমুদ আলী, আঃ মালেক, রউফুল হক মুকুল, সাবেক ইউপি সদস্য সাজ্জাত হোসেন, ক্রীড়া সংগঠক মনির ঢালী, রমেশ দাস, কালাম শেখ, শামীম হাসান, আবুল কালাম, আলী আকবর, আয়ূব খান, মোঃ রাসেল মলি­ক, আনিসুর রহমান, আঃ রহমান, ইসলাম সরদার, শাহাজাদা আলমগীর, কালাম শেখ, ফেরদৌস, হাসান ফারাজী, জহির, তাহসিন প্রমুখ। আজ বিকেলে আট্টাকা স্পোর্টিং ক্লাব এবং খুলনা ফুটবল একাডেমির মধ্যে ম্যাচ অনুষ্ঠিত হবে।

্রিন্ট

আরও সংবদ