খুলনা | শুক্রবার | ০৮ নভেম্বর ২০২৪ | ২৪ কার্তিক ১৪৩১

যশোরে মাদক কারবারীর যাবজ্জীবন কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, যশোর |
১২:১৩ এ.এম | ০৮ নভেম্বর ২০২৪


হেরোইন রাখার অপরাধে যশোরে মেহেদী হাসান রাজা নামে এক মাদক কারবারীকে দোষী সাব্যস্ত করে আদালত যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছেন। বৃহস্পতিবার যশোরে স্পেশাল জজ এস এম নূরুল ইসলাম এ আদেশ দেন। সাজাপ্রাপ্ত রাজা শহরের বারান্দী মোল­াপাড়া আমতলা এলাকার ফজলুল করীম টুটুলের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন বিশেষ পিপি এড. সাজ্জাদ মোস্তফা রাজা।
মামলার বিবরণে জানা গেছে, ২০১৭ সালের ১৪ নভেম্বর রাতে কোতোয়ালি থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে আমতলা কবরস্থান এলাকায় অভিযান চালায়। এ সময় জনৈক রহমানের মুদি দোকানের সামনে থেকে সন্দেহজনক ভাবে মেহেদী হাসান রাজাকে আটক করা হয়। পরে তার দেহ তল­াশী করে ২০০ গ্রাম হেরোইন ও এক রাউন্ড গুলিসহ একটি দেশীয় ওয়ান শ্যুটারগান উদ্ধার করা হয়। এ ঘটনায় কোতোয়ালি থানার এসআই ওহেদুজ্জামান বাদী হয়ে অস্ত্র ও মাদক আইনে মামলা করেন। মামলার তদন্ত শেষে এসআই মোকলেছুজ্জামান অস্ত্র ও মাদক আইনে আটক মেহেদী হাসান রাজাকে অভিযুক্ত করে আদালতে আদালতে চার্জশিট দাখিল করেন। মাদক মামলায় দীর্ঘ সাক্ষ্য গ্রহণ শেষে মেহেদী হাসান রাজার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত আসামি মেহেদী হাসান রাজা কারাগারে আটক আছে।

্রিন্ট

আরও সংবদ