খুলনা | শুক্রবার | ০৮ নভেম্বর ২০২৪ | ২৪ কার্তিক ১৪৩১

ফকিরহাটে হামলায় আহত ৩১ মামলার আসামি ইমরানের মৃত্যু, গ্রেফতার ১

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি |
১২:১৬ এ.এম | ০৮ নভেম্বর ২০২৪

 
ফকিরহাটে প্রতিপক্ষের হামলায় আহত ইমরান শেখ (৩০) এক সপ্তাহ চিকিৎসাধীন থাকা অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় নিহতের ভাই কামরান শেখ নিজ বাদী হয়ে বুধবার (৬ নভেম্বর) ১৩ জনের নাম উলে­খ করে ফকিরহাট মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলার এক নম্বর আসামি আছাদুল শেখ ছোট নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
মামলার বরাত দিয়ে পুলিশ জানায়, উপজেলা লখপুর গ্রামের হযরত আলীর ছেলে ইমরান শেখ গত ২৮ সেপ্টেম্বর রাত ৯টার দিকে রামপাল থেকে মাইক্রোবাসে করে কাটাখালী আসছিলেন। শ্যামবাগাত জয় জুট মিলের সন্নিকটে এসে পৌছালে পূর্ব থেকে ওৎ পেতে থাকা প্রতিপক্ষ গ্র“পের কয়েকজন তার গতিরোধ করে। এ সময় প্রতিপক্ষরা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করে। ঘটনার সময় ইমরান শেখের একটি পা কেটে ফেলে। এতে সে গুরুত্ব আহত হয়। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন তার স্বজনরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৪ নভেম্বর তিনি মারা যান। 
এদিকে নিহত ইমরান শেখের বিরুদ্ধে মোট ৩১টি মামলা রয়েছে বলে পুলিশ জানান। সে গত ২৪ জুন দেশীয় অস্ত্রসহ পুলিশের কাছে গ্রেফতার হয়। স¤প্রতি সে জামিনে পেয়েছিল। 
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও মামলার তদন্তকারী কর্মকর্তা আলমগীর কবির জানান, মামলার প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে। তবে কি কারনে তার উপর হামলা করা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।

্রিন্ট

আরও সংবদ