খুলনা | সোমবার | ০৯ ডিসেম্বর ২০২৪ | ২৫ অগ্রাহায়ণ ১৪৩১

ভারতীয় অভিনেতা নীতিন চৌহান মারা গেছেন

খবর বিনোদন |
০৬:০০ পি.এম | ০৮ নভেম্বর ২০২৪


ভারতের টেলিভিশন অভিনেতা নিতীন চৌহান মারা গেছেন। ৩৫ বছর বয়সী তরুণ এই অভিনেতার মৃত্যুকে ঘিরে রহস্য দানা বেঁধেছে। নিতীনের সহশিল্পীর তথ্য অনুযায়ী, আত্মহত্যা করেছেন এই তরুণ অভিনেতা। প্রাথমিক তদন্তে মুম্বাই পুলিশও এমনটাই জানিয়েছে।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদন অনুযায়ী, ‘মৃত্যুর কারণ জানা না গেলেও প্রাথমিকভাবে পুলিশের অনুমান, আত্মহত্যা করেছেন। নিতিন উত্তরপ্রদেশের আলিগড়ের বাসিন্দা। কর্মসূত্রে মুম্বাই এসেছিলেন, শেষ তাকে দেখা গিয়েছিল ২০২২ সালের ধারাবাহিক ‘তেরা ইয়ার হুঁ ম্যায়’-তে।

সংবাদমাধ্যমের কাছে নিতিনের মৃত্যুর খবর নিশ্চিত করেন তার সহ-অভিনেতা সুদীপ সাহির ও সায়ন্তনী ঘোষ।

জানা গেছে, ছেলের মৃত্যুর খবর পেয়ে আলিগড় থেকে মুম্বাইতে ছুটে এসেছেন তার বাবা। তিনি নিতীনের মরদেহ আলীগড়ে নিয়ে যাবেন। আর সেখানেই তরুণ এই অভিনেতার শেষকৃত্য সম্পন্ন হবে।

সামাজিকমাধ্যমে নিতীনের সহশিল্পী বিভূতি ঠাকুরের এক পোস্ট অনুযায়ী, অভিনেতা আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।

নিতীনের মৃত্যুকে ঘিরে পুলিশের পক্ষ থেকে এখনো অফিশিয়াল কোনও বিবৃতি আসেনি। মুম্বাই পুলিশ এ মামলার তদন্ত করছে।

এদিকে, নিতিনের ঘনিষ্ঠ বন্ধু কুলদীপ জানান, শুক্রবার সকালে তাকে ফোন করেন নিতিনের পরিবার এবং মৃত্যুর খবর দেন। আগামী মাসে রাজস্থানের খটু শ্যামের মন্দিরে যাওয়ার কথা ছিল নিতিন ও কুলদীপের। বন্ধুদের সুবিধা-অসুবিধার কথা সব সময় মাথায় রাখতেন অভিনেতা।

দূরে কোথাও বেড়াতে গেলে নিতিনই গাড়ি চালাতেন। বন্ধুদের যাতে যাতায়াতে অসুবিধা না হয়, সে দিকেও খেয়াল রাখতেন বলে জানান কুলদীপ। তাই নিতিনের কঠিন সময়ে পাশে না থাকতে পারায় অনুতপ্ত তার বন্ধু। নিতিন রাজস্থান বেড়াতে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। প্রায়ই মুম্বাই থেকে দিল্লি যাতায়াত করতেন।

কুলদীপের কথায়, ‘আমাদের জীবনে নিতিন একটা গুরুত্বপূর্ণ অংশ ছিল। আমাদের যাতে অসুবিধা না হয় বেড়াতে গিয়ে, সে দিকে খেয়াল রাখত ও। এমন চরম পদক্ষেপ করার আগে যদি এক বার আমাকে ফোন করত, আমি ওকে এটা করতে দিতাম না। আমরা পরস্পরের সঙ্গে সব কথা ভাগ করে নিতাম। ওর কোনও আর্থিক অসুবিধাও ছিল না।’

উল্লেখ্য, উত্তর প্রদেশের আলীগড়ের ছেলে নিতীন একাধিক টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করে সবার নজর কেড়েছেন। রিয়েলিটি শো ‘দাদাগিরি ২’-তে জয়ী হয়ে তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন নিতীন। ‘স্পিলটসভিলা’র সিজন পাঁচের বিজেতাও তিনি।

এছাড়া ‘জিন্দেগি ডট কম’, ‘ক্রাইম পেট্রোল’, ‘ফ্রেন্ডস’সহ আরও শোতে দেখা গিয়েছিল তাকে। ২০২২ সালে টেলিভিশন শো ‘তেরা প্যায়ার হুঁ ম্যাঁয়’তে নিতীনকে শেষ দেখা গিয়েছিল।

্রিন্ট

আরও সংবদ