খুলনা | রবিবার | ০১ ডিসেম্বর ২০২৪ | ১৭ অগ্রাহায়ণ ১৪৩১

অধ্যক্ষ খান আলমগীর কবির স্মৃতি ফুটবলে আট্টাকা স্পোর্টিং ক্লাব জয়ী

রূপসা প্রতিনিধি |
১১:৫৯ পি.এম | ০৮ নভেম্বর ২০২৪


রূপসায় শহিদ মুনসুর স্মৃতি সংসদ আয়োজিত ১৬ দলীয় অধ্যক্ষ খান আলমগীর কবির স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ৭ম খেলা গতকাল শুক্রবার বিকেলে কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়। খেলায় ফকিরহাট আট্টাকা স্পোর্টিং ক্লাব এবং খুলনা ফুটবল একাডেমি অংশগ্রহণ করে। খেলায় নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র হয়। আট্টাকা স্পোর্টিং ক্লাবের পক্ষে গোল করেন ৬ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আবদুল­াহ এবং খুলনা ফুটবল একাডেমি পক্ষে গোল করে ১০ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ফাইম। নির্ধারিত সময়ের পর টাইব্রেকারে খুলনা ফুটবল একাডেমিকে ৫-৩ গোলে হারিয়ে ফকিরহাট আট্টাকা স্পোর্টিং ক্লাব কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে। খেলায় ম্যান অব দা ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের ৬ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আবদুল­াহ। খেলা পরিচালনা করেন মুস্তাহিদুর রহমান মুক্ত, আলী আকবর, শেখ মোঃ গফফার। খেলায় ধারাভাষ্যে ছিলেন মোঃ আবু মুসা। এসময় উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক অধ্যাপক খান আহমেদুল কবীর চাইনিজ, বাগেরহাট জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী, ক্রীড়া সংগঠক মঈনুল ইসলাম টুটুল, ফুটবল কোচ মোঃ মুস্তাকুজ্জামান, ক্রীড়া সংগঠক মোঃ সাইফুল ইসলাম, খান আলামিন চঞ্চল, আলম শেখ, টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব সৈয়দ মাহমুদ আলী, প্রভাষক বাশির আহমেদ লালু, ইবারত হোসেন, মোঃ নাসিম, বাগেরহাট ক্রীড়া সংস্থার আঃ রহমান, নুর আলী, মনির শেখ, খান আনোয়ার হোসেন, নতুন শেখ, ইসলাম সরদার, সৈয়দ কামরুজ্জামান নান্টু, শাহাজাদা আলমগীর, মোঃ শামীম, জহির, তাহসিন প্রমুখ। আজ শনিবার বিকেলে গোপালগঞ্জ ফুটবল একাডেমি এবং এসবি আলী ফুটবল একাডেমি খুলনার মধ্যে খেলা অনুষ্ঠিত হবে।
 

্রিন্ট

আরও সংবদ