খুলনা | বৃহস্পতিবার | ০২ জানুয়ারী ২০২৫ | ১৯ পৌষ ১৪৩১

অস্ট্রেলিয়াকে দাঁড়াতেই দিলো না পাকিস্তান

ক্রীড়া প্রতিবেদক |
১২:০১ এ.এম | ০৯ নভেম্বর ২০২৪


মোহাম্মদ রিজওয়ানের অধীনে নতুন পাকিস্তানের দেখা পাওয়া যাচ্ছে যেন। অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারানো চাট্টিখানি কথা নয়। সে কাজটাই করে দেখালো পাকিস্তান। অ্যাডিলেডে অস্ট্রেলিয়াকে ১৬৩ রানে বেধে ফেলে পরে জয় তুলে নিয়েছে ৯ উইকেটের বিশাল ব্যবধানে।
টস জিতে প্রথমে অস্ট্রেলিয়াকে ব্যাট করতে পাঠান পাকিস্তান অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। টস হেরে ব্যাট করতে নেমে পাকিস্তানি পেসারদের তোপের মুখে ৩৫ ওভারে স্বাগতিকরা অলআউট হয় ১৬৩ রানে।
জবাব দিতে নেমে শুধুমাত্র সাইম আইয়ুবের উইকেট হারিয়েছে শুধু পাকিস্তান। ২৬.৩ ওভারেই পাকিস্তান ৯ উইকেটের ব্যবধানে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। সাইম আইয়ুব ৭১ বলে করেন সর্বোচ্চ ৮২ রান। ৫টি বাউন্ডারি এবং ৬টি ছক্কার মার মারেন তিনি।
সাইম আইয়ুব আউট হলেও আবদুল­াহ শফিক ৬৯ বলে ৬৪ রানে অপরাজিত থাকেন। ২০ বলে ১৫ রানে অপরাজিত থাকেন বাবর আজম। ওভারপ্রতি ৬.৩৭ রান তুলে জয়ের লক্ষে পৌঁছায় পাকিস্তানিরা। অ্যাডাম জাম্পা নেন একমাত্র উইকেটটি।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে পাকিস্তানি বোলার হারিস রউফ এবং শাহিন শাহ আফ্রিদিদের তোপের মুখে পড়েন অস্ট্রেলিয়ান ব্যাটাররা। ৮ ওভারে ২৯ রান দিয়ে ৫ উইকেট নেন হারিস রউফ। শাহিন শাহ আফ্রিদি নেন ৩ উইকেট। ১টি করে উইকেট নেন নাসিম শাহ এবং মোহাম্মদ হাসনাইন।
অস্ট্রেলিয়ান ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ৩৫ রান নেন স্টিভেন স্মিথ। ম্যাথিউ শর্ট ১৯ রান, জস ইংলিশ করেন ১৮ রান। ১৮ রান করেন অ্যাডাম জাম্পাও। ১৬ রান করেন গ্লেন ম্যাক্সওয়েল। তিন ম্যাচের সিরিজ এখন রয়েছে ১-১ সমতায়।
 

্রিন্ট

আরও সংবদ