খুলনা | সোমবার | ০২ ডিসেম্বর ২০২৪ | ১৮ অগ্রাহায়ণ ১৪৩১

মুশফিকের জায়গায় দ্বিতীয় ম্যাচে সুযোগ পাচ্ছেন কে, জানালেন মিরাজ

ক্রীড়া প্রতিবেদক |
১২:০৪ এ.এম | ০৯ নভেম্বর ২০২৪


আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে পূর্ণ শক্তির দল নিয়ে খেলতে পারছে না বাংলাদেশ। সিরিজের শুরুতে সাকিব আল হাসান পরে লিটন দাসও ছিটকে যান দল থেকে। এ ছাড়া ভিসা জটিলতায় প্রথম ওয়ানডেতে দলের সঙ্গে যোগ দিতে পারেননি নাহিদ রানা ও নাসুম আহমেদ। সর্বশেষ ইনজুরিতে ছিটকে গেলেন মুশফিকুর রহিম।  
সব মিলিয়ে দ্বিতীয় ওয়ানডের আগে কিছুটা অস্বস্তিতে রয়েছে টাইগাররা। সিরিজ বাঁচানোর ম্যাচের কম্বিনেশন কেমন হবে তা নিয়ে রয়েছে কৌতূহল। 
ম্যাচের আগের দিন শুক্রবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে মেহেদী হাসান মিরাজ বলেন, 'দলের সমন্বয়ের কথা যদি বলেন দেখুন, আমাদের কিন্তু অপশনও খুব বেশি নেই। লিটন দাস অসুস্থ, সে থাকলে দলের সমন্বয়টা আরও ভালো থাকতো হয়ত। যেহেতু ওইরকম সুযোগ নেই, জাকের আলির জন্য বেস্ট অব লাক।
উইকেটকিপার ব্যাটার হিসেবে জাকের আলি ছাড়া আর কোনো বিকল্পও নেই এই মুহূর্তে বাংলাদেশের জন্য। তাকে নিয়ে মিরাজ আরও বলেন, ওর জন্য ভালো একটা সুযোগ। সুযোগ আসছে, ও যদি শতভাগ দিতে পারে অবশ্যই ওর নিজের ক্যারিয়ারের জন্যও ভালো, দেশের জন্যও ভালো হবে।

্রিন্ট

আরও সংবদ